বিরল সম্মানঃ IAAVR-এ প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কর্পোরেট মেম্বার হল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-অনিরুদ্ধ পাল ও ডা সৌমিত্র পন্ডিত

Published on: ফেব্রু ২, ২০১৯ @ ১২:০৬

এসপিটি নিউজ, কলকাতা, ২ ফেব্রুয়ারিঃ  একটা কথা উল্ল্যেখ না করে পারছি না- তা হল বিশ্ব ক্রিকেটে টিম কোহলি যেভাবে ক্রমে অপ্রতিরোধ্য হয়ে উঠছে যেভাবে একের পর এক সিরিজ জয় করে নয়া ইতিহাস রচনা করে চলেছে এমনকী সাম্প্রতিককালে আইসিসি র‍্যাঙ্কিং-এ যেভাবে সেরার পুরস্কারগুলি নিজের ঝুলিতে তুলেছে অনেকটা সেরকমই ভূমিকা পালন করে চলেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কাজপ্রিয় এবং দক্ষ প্রশাসক উপাচার্য্য অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস। আজ তিনিও কিন্তু ভারতীয় প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নিজেদের কর্মকুশলতার জাত চিনিয়েছেন। আর সেটা এক বাক্যে দেশের প্রথম শ্রেণীর প্রাণী বিজ্ঞানীরা তো বলছেনই এমনকি তাতে সিলমোহর বসিয়েছেন এমন একজন বিখ্যাত মানুষ যিনি আইএএভিআর-এর প্রতিষ্ঠানিক সচিব ড. রিষেন্দ্র ভার্মা।

গতকাল থেকে শুরু হওয়া কলকাতার বেলগাছিয়ায় অবস্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত নিজস্ব প্রেক্ষাগৃহে আয়োজিত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ড. ভার্মা সর্বসম্মক্ষে ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস প্রমাণ করে দেখিয়েছেন এটা সম্ভব। কোনও বিশ্ববিদ্যালয়ও এমন একটা মহা সম্মেলন করার ক্ষমতা রাখে। অধ্যাপক বিশ্বাস একজন অত্যন্ত দক্ষ প্রশাসক শুধু নয় অসাধারণ বাগ্মী, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মীদের অত্যন্ত প্রিয় মানুষ তিনি। তাঁর মতো মানুষকে পেয়ে আমরা গর্বিত। আজকে এতবড় সম্মেলনের পিছনেও তাঁর সক্রিয় ভূমিকা কাজ করেছে। আইএএভিআর তাই দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে কর্পোরেট মেম্বার করতে পেরে আনন্দিত।আমরাও চাইব তাদের মতো আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলিও এভাবে এগিয়ে আসুক। যাতে করে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ ভেটেরিনারি রিসার্চ’ তার কাজকে আরও গতিময় করে তুলতে পারে।

এদিন আইএএভি আরও বেশ কয়েকটি সংস্থাকে কর্পোরেট মেম্বারের সম্মান দেন। সেই সঙ্গে নিজেদের গবেষণায় বিশেষত্ব দেখাতে পারায় বেশ কয়েকজন প্রাণী বিজ্ঞানীকেও সম্মানিত করে তারা।

Published on: ফেব্রু ২, ২০১৯ @ ১২:০৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =