
Published on: এপ্রি ২৬, ২০২৩ @ ২১:৩১
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২৬ এপ্রিল: এর আগে কোনও বাঙালি শিল্পপতি তার প্রোদাক্টের জন্য আন্তর্জাতিক মানের ম্যাসকট বানিয়েছে কিনা জানা নেই। তবে অত্যাধুনিক ওয়াটারপ্রুফিং ব্র্যান্ড ‘ন্যানোফিক্স’ কিন্তু এক অসাধারণ ম্যাসকট বানিয়ে রীতিমতো সারা ফেলে দিয়েছে শিল্পমহলে। নাম দিয়েছে ‘ন্যানোজি’।সম্পূর্ণ ইন্টারন্যাশনাল লুক দেওয়া হয়েছে ম্যাসকটটিকে। এই ম্যাসকট ‘ঘর কা ভ্যাকসিন’ কথা তুলে ধরবে সারা ভারতে। আগামী মে মাস থেকে তারা আরও একটা ক্যাম্পেইন শুরু করছে। জানালেন ন্যানোফিক্স-এর ম্যানেজিং ডিরেক্টর জয়দীপ চৌধুরী।
ঘরকে সুরক্ষিত রাখতে আমরা এতদিন যে সমস্ত প্রোডাক্টগুলো বানিয়েছি , বিভিন্ন জায়গায় ইউজ করেছি। তার ফিডব্যাকও পেয়েছি। এখন তা আরও উন্নত করার চেষ্টা করছি। যেহেতু মার্কেটে আমাদের প্রসার ঘটছে সেই দিকে লক্ষ্য রেখে আগামিদিন এই প্রোডাক্টকে গোটা ভারতে ছড়িয়ে দিতে চাই। তারজন্য নতুনভাবে ব্র্যান্ড, নতুন লোগো, নতুন কন্টেনারস, নতুন প্যাকেজিং দিয়ে এই ম্যাসকট লঞ্চ করলাম। বলেন জয়দীপ চৌধুরী।
ন্যানোজি একটা অ্যানিমেটেড ক্যারেক্টর
ম্যাসকটের দিকে তাকিয়ে জয়দীপবাবু বলেন- আপনি দেখতে পাচ্ছেন- এ্টা আমাদের ম্যাসকট। এটাকে আমরা নাম দিয়েছি ন্যানোজি। বেসিক্যালি ন্যানোজি কনসেপ্টটা হচ্ছে- প্রোডাক্ট সম্পর্কে সেইসমস্ত লোকজনকে বোঝানো, যারা এটি নিয়ে কাজ করছেন। সাধারণ মিস্ত্রি, কনট্রাক্টরদের বোঝাতে হবে কিভাবে এটা ইউজ করবেন, কোথায় ইউজ করবেন। ন্যানোজি ইউজ করা হবে মিস্ত্রি আর কন্ট্রাক্টরদের মধ্যে। ন্যানোজি একটা মানুষের রূপ।সে গিয়ে কথা বলবে। এটা একটা অ্যানিমেটেড ক্যারেক্টর। ফান ক্যারেক্টর। সবার সঙ্গে ইন্টারেক্ট করবে। ন্যানোজি একটা মিস্ত্রির বন্ধু হতে পারে। একটা কনট্র্যাক্টরকে অ্যাডভাইজও করতে পারে। এই কনসেপ্টে আমাদের ব্র্যান্ড ম্যাসকট লঞ্চ করছি। নতুন লোগো এবং প্যাকেজিং একটা ইন্টারন্যাশনাল লুক দেওয়া হয়েছে।”
মে মাস থেকে অনলাইন ক্যাম্পেইন শুরু
এই নতুন প্রোডাক্ট-এর লোগোগুলো গতকাল মঙ্গলবার নভোটেল-এ লঞ্চ করা হয়। জয়দীপবাবু আরও জানান, এটা ছাড়াও আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করছি- যেটা সাহেব ভট্টাচার্যকে নিয়ে করেছি। যারে নাম দিয়েছি ‘ঘর কা ভ্যাকসিন’। ভ্যাকসিন সম্পর্কে সবাই জানে। ভ্যাককসিনের প্রধান কাজ হচ্ছে সুরক্ষা। বেসিক্যালি বাড়ির যে সুরক্ষা সেটা আপনাকে দেবে হচ্ছে ন্যানোফিক্স। সেই আইডিয়া নিয়ে আমরা এই ক্যাম্পেইনটাকে লঞ্চ করেছি। মে মাস থেকে আমরা অনলাইন ক্যাম্পেইনটা শুরু করবো। এটা মাস মিডিয়া ক্যাম্পেইন।
এমপ্যানেল প্রসেস শুরু করে দিয়েছে ন্যানোফিক্স
সরকারের সাথে ভবিষ্যতে কাজ করার প্রসঙ্গে ন্যানোফিক্স-এর এমডি জয়দীপ চৌধুরী বলেন, আসলে সরকারের বিভিন্ন সংস্থা আছে- পিডবল্যুডি, সিপিডবল্যুডি, এনইএস, ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া যারা কন্সট্রাকশনের সাথে জড়িত তাদের সঙ্গে আমরা টেকনিক্যাল সেমিনার করছি। তাদের এ্মপ্যানেল একটা প্রসেস হয়।সেখানে আমাদের প্রোডাক্টগুলো এমপ্যানেল করাতে হয়। সেই প্রসেসটা এখন শুরু করে দিয়েছি। এমপ্যানেল প্রসেসেও একটা সময় লাগে। যেহেতু আমরা এই সমস্ত প্রোডাক্ট নতুন লুকে নতুন প্যাকেজিং-এ লঞ্চ করেছি, তাই আমরা ঠিক করেছি এগুলি নিয়ে এমপ্যানেলটা করাব তাদের সঙ্গে। আমাদের পরিকল্পনা আছে সব কটি সংস্থার সঙ্গেই এই এমপ্যানেল করব। তারাই রেকোমেন্ড করবে যে ন্যানো ফিক্-কে ইউজ করার জন্য, সরকারি কিংবা পাবলিক প্রজেক্টে।
Published on: এপ্রি ২৬, ২০২৩ @ ২১:৩১