‘ঘর কা ভ্যাকসিন’, ঘরের সুরক্ষায় অত্যাধুনিক ওয়াটারপ্রুফিং ব্র্যান্ড ‘ন্যানোফিক্স’ এল নতুন রূপে

Main অর্থ ও বাণিজ্য দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২৬, ২০২৩ @ ১৯:৩২

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ এপ্রিল: সংস্কৃতি হোক কিংবা প্রযুক্তি সব কিছুতেই এগিয়ে আমাদের বাংলা। আবারও এক বাঙালি শিল্প প্রতিষ্ঠান ঘরের সুরক্ষায় সারা দেশে এক অভূতপূর্ব কাজ করে সাড়া জাগাল। ন্যানোফিক্স- ঘরের সুরক্ষায় অত্যাধুনিক ব্র্যান্ড। ঘরকে সুরক্ষিত রাখতে তারা নিয়ে এল এক দারুন প্রযুক্তি। যে কেউ তাদের বাড়িকে সুরক্ষিত রাখতে ন্যানোফিক্স-এর প্রযুক্তি কাজে লাগিয়ে সমস্যামুক্ত হতে পারেন। গতকাল নিউটাউনে নভোটেলএ আনুষ্ঠানিকভাবে ঘরের সুরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক ওয়াটার প্রুফিং ব্র্যান্ড ‘ন্যানোফিক্স’ এক নতুন রূপে আত্মপ্রকাশ করল। তাদের স্লোগান- ‘ঘর কা ভ্যাকসিন’।

ন্যানোফিক্সের এমডি জয়দীপ চৌধুরী বলেন- আমাদের উদ্দেশ্য নতুন কিছু করা

ন্যানোফিক্সের ম্যানেজিং ডিরেক্টর জয়দীপ চৌধুরী – অত্যাধুনিক ওয়াটারপ্রুফিং ব্র্যান্ড সম্পর্কে বলেন- ‘২০১৭ সালে আমাদের এই ব্র্যান্ডের পথ চলা শুরু। আমাদের উদ্দেশ্য হল- নতুন কিছু করা। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমরা এই ব্র্যান্ডটিকে কাজে লাগাতে শুরু করি। বাড়ির ছাদ চুইয়ে জল পড়া, অথবা দেওয়ালে ফাটল বা দৃষ্টিকটু ড্যাম্পের দাগ এখন প্রতিটি বাড়ির সমস্যা। এই বিষয়ক সমস্যা ও সমাধানগুলি নিয়ে আলোচনা করেছে ন্যানোফিক্স।

ছাদে জমা জল চুইয়ে সিলিং-এ জমা হয়, যার ফলে সিলিং ভিজে থাকায় দেওয়ালে খড়ি উঠতে শুরু করে এবং এক্সময় বাজে দাগে পরিণত হয়। যা আপনার বাড়ির স্বাস্থ্য, কমফোর্ট এবং হাইজিনের জন্য একেবারেই ভালো নয়। এই সকল সমস্যাগুলির কথা ভেবেই দীর্ঘ গবেষণার পর আনা হয়েছে “ন্যানোফিক্স”। বলেন জয়দীপবাবু।

ন্যানোফিক্সের এমডি জয়দীপ চৌধুরী বলেন, “ ন্যানোফিক্স হল আপনার বাড়ির জন্য কম খরচে দীর্ঘমেয়াদী ফোরথ জেনারেশন ওয়াটার প্রুফিং প্রোডাক্ট, সলিউশন ব্র্যান্ড। যা নতুন করে প্যাকেজিং এবং লোগোতে ফিরে এসেছে।” ন্যানোফিক্স-এর প্রোডাক্ট আপনার বাড়িকে দেবে ১০০% ওয়াটারপ্রুফিং সুরক্ষা, তার সঙ্গে বাড়ি থাকবে ভিতর থেকে ঠান্ডা এবং আরামদায়ক।

প্রায় প্রতি বছরই বহু মানুষ দেওয়াল বা সিলিং-এর ড্যাম্প ও ছাদের লিকেজ নিয়ে সমস্যায় পড়ে দীর্ঘমেয়াদী স্থায়ী কোনও সমাধানো খুঁজতে থাকেন। এক্ষেত্রে দীর্ঘস্থায়ী সলিউশনের জন্য তারা বেছে নিতে পারেন, ‘ন্যানোফিক্স’।

ন্যানো টেকনোলজির জন্যই আমাদের প্রোডাক্টের গুনগত মান সবার থেকে অনেক উন্নত- জয়দীপ চৌধুরী

জয়দীপবাবু বলেন- “এটা যে প্রযুক্তিতে আমরা বানাই সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এর তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ, এই টেকনোলজি দিয়ে ভারতে খুব কম কোম্পানি আছে যারা এই টেকনোলজিকে ইউজ করে এই কেমিকেলগু্লির উৎপাদন করে। এই টেকনোলজির জন্যই আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্টের যে অফারিং সেটা সবার থেকে অনেক উন্নত।”

ন্যানোফিক্স-এর উন্নত প্রোডাক্টের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত সহযোগী পাঠানোর পাশাপাশি আমরা আমাদের ব্যবহৃত প্রোডাক্ট দিয়ে তৈরি দেওয়াল বা ছাদের উপর কম-বেশি প্রায় ১০ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। যার ফলে একাধিক বড় কোম্পানি এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী ছাড়াও মধ্যবিত্ত মানুষজনরাও আমাদের এই প্রোডাক্ট বেছে নিচ্ছেন।এই কথা স্মরণ করিয়ে দিয়ে জয়দীপবাবু তাদের প্রোডাক্টের ব্যবহারের মাত্রা যেভাবে বেড়ে চলেছে তা তুলে ধরেন। তিনি বলেন-“ ২০১৭ সালের পর থেকে বিভিন্ন যে রিয়েল এস্টেট যে প্রজেক্ট হচ্ছে যেখানে বড় বড় কমপ্লেক্স, বিল্ডিং তৈরি হচ্ছে, টাউনশিপ তৈরি হচ্ছে সেখানে আমাদের প্রডাক্টস ইউজ হয়। এবং কলকাতা তথা পশ্চিমবঙ্গে যত বড় রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা আমাদের প্রডাক্টস ইউজ করছে। আমরা ২০১৯ সালের কাছাকাছি রিটেইল ডিস্ট্রিবিউশান শুরু করি। আজকের দিনে ৫০০০ এরও বেশি আউটলেটে আমাদের এই প্রোডাক্টস পাওয়া যাচ্ছে। আমাদের অপারেশন এখন ইস্টার্ন মার্কেট-প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, নর্থ-ইস্ট, বিহার এবং আগামিদিনে অন্য রাজ্যেও পরিকল্পনা আছে এটাকে বাড়ানোর। এটা প্যান ইন্ডিয়া প্রেজেন্স তৈরি করা।”

চৌড়ঙ্গীর ৬০ তলা উঁচু টাওয়ারেও ন্যানোফিক্স-এর প্রোডাক্ট ব্যবহৃত হয়েছে

ন্যানোফিক্স –এর প্রোডাক্ট এখন অনেক নামিদানি সংস্থা ব্যবহার করছে। সেই কথা উল্লেখ করে জয়দীপবাবু বলেন- “আমাদের কলকাতা শহরে অ্যালকফ গ্রুপ চৌরঙ্গীর উপরে সবচেয়ে বড় টাওয়ার তৈরি করেছে, যা  ৬০ তলা উঁচু। এখানে আমাদের প্রোডাক্ট দিয়েছি। তারা সেটা ইউজ করেছে। এছাড়া সৃজন গ্রুপ, বেলানি গ্রুপ, হাইল্যান্ড গ্রুপ, এরকম বহু রিয়েলস্টেট সংস্থা আমাদের এই প্রোডাক্ট ইউজ করছে।”

পশ্চিমবঙ্গের বাইরেও ছুটতে শুরু করেছে ন্যানোফিক্স

“পশ্চিমবঙ্গের বাইরে ওড়িশাতে আমরা সক্রিয়ভাবেই আছি। যেখানে আমাদের ফুল টিম আছে, আমাদের ডিপো আছে। আমাদের অফিস আছে। নর্থ-ইস্টে চারটে রাজ্যে আমরা ডাইরেক্টলি-ইন্ডাইরেক্টলি প্রেজেন্স আছে। বিহারের পাটনাতে আমরা কাজ শুরু করেছি। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এখন পর্যন্ত সরাসরি এই প্রোডাক্টটা ইউজ হয় না। তবে সরকারের যারা কন্ট্রাক্টর আছে- সাপুরজি, তারা আমাদের এই প্রোডাক্ট ইউজ করে। সাপুরজি আমাদের অন্যতম কাস্টোমার। এইসব যারা সিভিল কন্ট্রাক্টর আছে তারা আমাদের প্রোডাক্ট ইউজ করে থাকে।”

চেয়ারম্যান বলরাম চৌধুরী যা বললেন

চেয়ারম্যান বলরাম চৌধুরী ন্যানোফিক্স-এর প্রোডাক্ট সম্পর্কে উল্লেখ করে বলেন- “নিউটাউন দিয়ে গাড়ি করে যাওয়ার সময় দেখবেন, বহু বাড়িতে দেওয়ালে ঘসা রঙ। ফাটা ফাটা। জানলার উপর যে শেড আছে, সেখানে তাকিয়ে দেখবেন কেমন যেন কালো কালো ছোপ পড়েছে। আসলে এরা কেউ ওয়াটারপ্রুফিং কেমিকেল ইউজ করেনি। তারফলেই এই সমস্যা হয়েছে।”

তাঁর কথার সূত্র ধরে জয়দীপবাবু ফের বলেন- স্বাভাবিকভাবে আমরা যদি কোনও বাড়ির স্বাস্থ্যের দিক নিয়ে  ভাবেন– তবে দেখবেন, জল এমনই একটা জিনিস যা রোধ করা খুব কঠিন। জল যেখান দিয়ে খুশি ঢুকে যায়। বৃষ্টির জল হোক, বা বাড়িতে অন্য কোনও স্থান থেকে হোক এই জল লিকেজের দরুন ড্যাম্প তৈরি হয়, পেইণ্টটা ফিল-আপ হয়ে যায়। ফাটল ধরে এবং জং ধরে।বেসিক্যালি আমাদের এই প্রোডাক্টগুলো আছে সেইগুলো এসব কিছুকে সুরক্ষিত রাখে। এই সস্মত সমস্যার জন্যই এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে।”

ন্যানোফিক্সের মার্কেটিং নির্দেশক প্রিয়াঙ্কা চৌধুরি যা বললেন

ন্যানোফিক্সের মার্কেটিং নির্দেশক প্রিয়াঙ্কা চৌধুরি বলেছেন- প্রসিদ্ধ চলচ্চিত্র অভিনেতা সাহেব ভট্টাচার্যের হাত ধরে ন্যানোফিক্স- তাদের নতুন ক্যাম্পেন প্ল্যান করছে যার নাম ‘ঘর কা ভ্যাকসিন’।এই ক্যাম্পেইনের ফলে বহু ভগ্নপ্রায় হেরিটেজ, বনেদি বাড়ি প্রাণ পাবে বলে তিনি আশাবাদী।

ন্যানোফিক্সের ডিরেক্টর, অপারেশন্স বলেন- “ প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও উন্নতমানের পরিষেবা দেওয়ার চেষ্টায় আছি আমরা এবং মানুষের চাহিদা মতো আমাদের উৎপাদন এবং সুযোগ-সুবিধাগুলি বাড়ানোর চেষ্টা চলছে।”

কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, রিটেইল অয়ন চক্রবর্তী বলেন- “আমরা প্রত্যেকটা আউটলেটে যেখানে ভালো সিভিল কন্ট্রাক্টর আছেীবং কিছু ভালো রাজমিস্ত্রি আছে যাদের অভিজ্ঞতাও রয়েছে এই কন্সট্রাকশনের কাজে তাদেরকে আমরা খুঁজে বার করি। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের নিজস্ব ট্রেনিং মডিউল আছে, যে মডিউলের মাধ্যেমে আমরা প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা হাতে-কলমে শেখাই। ফলে ওই এলাকায় যখন লিকেজের সমস্যা আসবে, ড্যাম্পের সমস্যা আসবে সে গিয়ে সে্টার সমাধানের পথ বলে দেবে। এটা একটা ডিফারেন্ট মডিউল, যেটা আমরা সমস্ত জায়গায় কাজ করাচ্ছি।”

মানুষ এই কারণেই বেছে নিচ্ছেন ন্যানোফিক্স-কে

ন্যানোফিক্স-এর কেমিকেল প্রোডাক্টগুলির দিকগুলি তুলে ধরেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আর এন্ড ডি প্রিয়ব্রত ঘোষ। সবশেষে তারা জোরের সঙ্গে বলেন- ন্যানোফিক্স-এর ন্যানো টেকনোলজি সম্পন্ন প্রোডাক্টের সুবিধাগুলি সম্ভবত এই ইন্ডাস্ট্রিতে প্রথম তাই মানুষ বেছেও নিচ্ছেন ন্যানোফিক্স-কে খুব সহজভাবেই।

Published on: এপ্রি ২৬, ২০২৩ @ ১৯:৩২


শেয়ার করুন