বাংলার বিরুদ্ধে মিথ্যা কথা বলা আর দিল্লিতে গিয়ে কুচুটেপানা করা, এক অদ্ভুত কিমাকার, তোপ মমতার

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৫, ২০২৩ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ মে: চাকরি হারানোদের পাশে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সিপিএম, বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন- বাংলার বিরুদ্ধে মিথ্যা কথা বলা আর দিল্লিতে গিয়ে কুচুটেপানা করা এদের কাজ। যে ডালে বসে আছে সেই দালই কাটছে। এক অদ্ভুত কিমাকার বলে নিজের ক্ষোভ উগরে দিলেন মমতা। নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে বললেন অনেক কথা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “আমরা ডিভিশন বেঞ্চে যাব। ওরা আজ খুব চিন্তায় আছে। বলা হচ্ছে যে ট্রেনিং নেই। আমরা ওদের ট্রেনিং করিয়েছি। ৩৬ হাজার পরিবার আজ সমস্যায় রয়েছে। ওদের বলেছি- আপনারা মানসিক ভারসাম্য হারাবেন না। মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক। এজন্য যতদূর যেতে হয় যাব। লড়াই করতে হয় করব। ওরা আজ বিষন্নতায় ভুগছেন। আমি যদি অন্যায় করি নিশ্চয়ই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

ওদের যত কিছু বাংলার বিরুদ্ধে। ১০০ দিনের কাজও বন্ধ করে দিয়েছে। একটা রাজ্য দেখাও যারা পর পর চারবার প্রথম স্থান অধিকার করেছে। বাংলার বিরুদ্ধে মিথ্যা কথা বলা আর দিল্লিতে গিয়ে কুচুটেওপানা করা, এক অদ্ভুত কিমাকার। ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা এনে দিক না। তাহলে ওদের প্রাপ্য ডিএ দেওয়ার ব্যবস্থা করা যাবে।বলেন মমতা।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন- আগে তো শিক্ষকদের মাসের ১ তারিখে বেতন হত না। সেইসময় রক্তাক্ত হয়ে গেছে জঙ্গলমহল। সিপিএম হঠাৎ করে বিজেপির গ্যাস বেলুনে ‘ব্যাঙের মা’ হয়ে গেছে। এখানে সব জায়গায় কো-অর্ডিনেশন কমিটির লোক বসে আছে।

“ডিএ ম্যান্ডেটরি নয়। আমি প্রতি বছর ৩ শতাংশ ডিএ দি। নেতাদের কাজকর্ম নেই। শুধু কিভাবে লক্ষ লক্ষ পরিবারকে বরখাস্ত করা যায় তার ব্যবস্থা করছে। আমি কারও কাছ থেকে ছিনিয়ে নেওয়ার শিক্ষা পাইনি। আমি দিতে চেয়েছি।”

পিএসসি-তে কো-অর্ডিনেশন কমিটির লোক বসে আছে। এদের হাত দিয়ে বিডিও, জয়েন্ট সেক্রেটারি হয়। পুলিশ রিক্রুটমেন্ট আছে।ক্ষোভ উগরে দিয়ে বলেন মমতা।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে লিখেছেন- “বাংলার মানুষ আমার সম্পদ। আমি সর্বদা তাদের মঙ্গলকে অগ্রাধিকার দিয়েছি এবং উত্সর্গের সাথে তাদের প্রয়োজনগুলি পূরণ করেছি এবং আমি ভবিষ্যতে আমার কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সর্বদা নিশ্চিত করব যে কেউ একটি সামগ্রিক জীবনযাপন থেকে বঞ্চিত না হয়। আমাদের রাজ্যের প্রতিটি ব্যক্তি উন্নতির যোগ্য, এবং আমি তা নিশ্চিত করব। কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে আমাদের মানুষ সীমাহীন কষ্ট পাচ্ছে। তাদের প্রতিহিংসার রাজনীতির কারণে নিরপরাধ মানুষ দুর্দশার দিকে ধাবিত হয়েছে। আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

Published on: মে ১৫, ২০২৩ @ ২৩:৫৬


শেয়ার করুন