দায় পূর্ত দফতরের, মাঝেরহাটে এক বছরের মধ্যে হবে নতুন ব্রিজ-নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ২০:০২

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ সেপ্টেম্বরঃ মাঝেরহাট ব্রিজ ভাঙা নিয়ে পূর্ত দফতরের উপর দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন ওই পুরনো ব্রিজ ভেঙে ফেলে এক বছরের মধ্যে নতুন ব্রিজ গড়ে তোলা হবে।

শুক্রবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে জানিয়ে দেন, মাঝেরহাট ব্রিজের অবস্থা বহুদিন ধরেই খারাপ ছিল।পূর্ত দফতর সব জেনেও আগে থেকে কেন ব্যবস্থা  নিল না, কেন তারা ব্রিজটিতে চলাচলের উপর আর একটু সতর্কতা নিল না? তাহলে তো এই দুর্ঘটনা এড়ানো যেত। মুখ্যসচিবকে আমি রিপোর্ট দিতে বলেছিলেম। তিনি গত তিন-চারদিন ধরের সমানে পরিশ্রম করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাকে জানিয়েছেন। তিনি কথা বলতে গিয়ে জেনেছেন, এই ব্রিজ সম্পর্কে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল। ব্রিজের কিছু কাগজপত্র পাওয়া যায়নি। তারপর ফাইন চালাচালি করতে দেরী হয়ে যায়। পূর্ত দফতর এর দায় এড়িয়ে যেতে পারে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় যাদের দোষ আছে কেউ ছাড়া পাবে না। সেই সঙ্গে তিনি এদিন ঘোষণা করেন, মাঝেরহাটের ওই পুরনো ব্রিজটিকে ভেঙে ফেলা হবে। তারপর সেখানে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। আর সেটা হবে এক বছরের মধ্যেই।

Published on: সেপ্টে ১৪, ২০১৮ @ ২০:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 + = 32