কেরালা পর্যটনঃ কলকাতায় রোড-শো’এ দেখাল পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে কি ধরনের প্রয়াস তারা নিয়েছে

Main কোভিড-১৯ দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

আরও বেশি পর্যটক টানতে চ্যাম্পিয়ন্স বোট লিগ-কে নয়া রূপে প্রদর্শন

Published on: সেপ্টে ১২, ২০২৩ at ২২:৫৪
Reporter: Aniruddha Pal
Photographer: Joydeep Roy

এসপিটি নিউজ, কলকাতা, ১২ সেপ্টেম্বর: কলকাতায় ইতিমধ্যে একাধিক রোড-শো হয়ে গিয়েছে দেশ-বিদেশের একাধিক পর্যটন সংস্থার পক্ষ থেকে। সবাই কম-বেশি তাদের চিরাচরিত গন্তব্যের দিকে আকর্ষণ বাড়াবার প্রয়াস নিয়েছে। কিন্তু আজ কলকাতায় কেরাল পর্যটনের রোড-শো কিন্তু আগের সব কটি রোড-শো’কে ছাপিয়ে গেল। বৈচিত্র্য, অভিনবত্ব, শিল্পনৈপুণ্য, স্বকীয়তা আর ঐতিহ্যের নিরীখে। দক্ষিণ ভারত বরাবরই একটু ভিন্ন তাদের প্রাচীন সংস্কৃতির জন্য। তবে পর্যটনকে আকর্ষনীয় করে তোলার জন্য তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন হয়ে গেলে এবং সঠিকভাবে মার্কেটিং হয়ে গেলে ২০২৩ সালে সারা দেশের সেরা পর্যটন রাজ্যের তালিকায় কেরালা স্থান করে নিলে অবাক হব না। এদিনের পার্টনারশিপ মিট  এবং রোড-শো’এ দাঁড়িয়ে কেরালা পর্যটনের নতুন পরিকল্পনার কথাই কিন্তু তুলে ধরলেন ট্যুরিস্ট ইনফর্মেশন অফিসার সুরজ পি কে।

পার্টনারশিপ মিট-এ হোটেলিয়ার্সদের সঙ্গে ট্রাভেল এজেন্টদের আলোচনা

এদিন প্রথমে পার্টনারশিপ মিট হয়। সেখানে কলকাতার ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটরা কেরালা থেকে আসা হোটেলিয়ার্সদের সঙ্গে সাক্ষাৎ করেন।তাদের সঙ্গে কথা বলেন। ব্যাবসা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ প্রতি বছর একাধিক জায়গায় ঘুরতে যান। তারা অনেক টাকা খরচ করে দেশে কয়েকটি পরিচিত রাজ্যে বেশি করে ঘুরতে যান। এমনকি তাদের বেরানোর তালিকায় বিদেশেরও কিছু পরিচিত জায়গা থাকে। কিন্তু সেই টাকায় বরং তার চেয়ে কম খরচে কিন্তু কেরালায় ঘুরে আসতে পারেন ভ্রমণপ্রেমী বাঙালিরা। কেরালা পর্যটন লক্ষ্য করেছে যে তাদের রজ্যে ঘুরতে যাওয়া বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে প্রথম দশে আছে পশ্চিমবঙ্গ। তাই এই রাজ্যকে বেশি করে গুরুত্ব দিচ্ছে কেরালা পর্যটন। সেই লক্ষ্যেই এদিন এই পার্টনারশিপ মিট-এর আয়োজন করা হয়।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা

এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কেরালা পর্যটনের ট্যুরিস্ট ইনফর্মেশন অফিসার সুরজ পি কে এবং কলকাতার কেরালা পর্যটনের ট্যুরিস্ট অফিসার নিশার কে। এরপর অনুষ্ঠান শুরু হয়।

পুরনো গন্তব্যে আমরা নতুন আকর্ষণ

ট্যুরিস্ট ইনফর্মেশন অফিসার সুরজ পি কে বলেন- কোভিডের পর পর্যটনের বাজারের আবশ্যকতা বেড়েছে। এর ফলে ভারতের সমস্ত শহরে এধরনের পার্টনারশিপের আয়োজন করা হচ্ছে। আমাদের নতুন নতুন আকর্ষণ রয়েছে। নতুন নতুন গন্তব্য হয়েছে। পুরনো গন্তব্যে আমরা নতুন আকর্ষণ সংযুক্ত করেছি। গত সপ্তাহে আমরা দু’টি নতুন আকর্ষণ-এর সূচনা করেছি। এক, ভ্যাগামন, এটি খুবই জনপ্রিয় পর্যটন গন্তব্য। সেখানে আমরা ৪০ মিটার লম্বা ক্যান্ডি লিভার ব্রিজ-এর উদ্বোধন করেছি। কেরালার পর্যটন মন্ত্রী পি.এ. মোহাম্মদ রিয়াস বুধবার ভারতের বৃহত্তম ক্যান্টিলিভার গ্লাস ব্রিজ উদ্বোধন করেছেন গত সপ্তাহে। কাঁচের সেতুটি ইদুক্কির ভ্যাগামন অ্যাডভেঞ্চার পার্কে অবস্থিত।দ্বিতীয়, কন্নৌর উত্তর কেরালাতেও আমরা নতুন আকর্ষণ যোগ করেছি।গত দু’বছরে উত্তর কেরালাতে পর্যটকদের আগমন বেড়েছে। এভাবে আরও অনেক গন্তব্যে আকর্ষণ যোগ করেছি।

উত্তর কেরালায় তৈয়াম

এছাড়া কেরালায় অনেক বেশি ফেস্টিভ্যাল আছে। উত্তর কেরালায় এক তৈয়াম হয়। নভেম্বরে এটি শুরু হয়। এটি চলে এপ্রিল-মে মাস পর্যন্ত। যদিও এই উৎসব জুনে হয়। প্রতি গ্রামে এক এক মন্দিরে তৈয়াম পারফরম্যান্স হবে। অত্যন্য দৃষ্টিনন্দন। এটি দেখার জন্য বহু বিদেশি এইসময় আসে।পাশাপাশি, কেরালায় দায়িত্বশীল পর্যটন, গ্রামীণ পর্যটন থেকে শুরু করে অ্যাডভেঞ্চার ট্যুরিজম এই মুহূর্তে বেশ নাম করেছে। যোগ করেন সুরজ।

ছাপিয়ে গিয়েছে এবার চ্যাম্পিয়ন্স বোট লিগ

তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এবার চ্যাম্পিয়ন্স বোট লিগ। এটিকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে এটিকে আরও বড় করা হয়েছে। দেশীয় পর্যটকের সংখ্যায় সন্তোষজনক বৃদ্ধির পর কেরালা যে কোনও মরশুমে বেরাতে যাওয়ার অন্যতম প্রধান জায়গা হিসাবে নিজের স্থান আরও মজবুত করেছে। চ্যাম্পিয়ন্স বোট লিগ (সিবিএল) রেসের মতো উদ্ভাবনীমূলক প্রডাক্ট দক্ষিণের এই রাজ্যটিকে পর্যটনকেন্দ্র হিসাবে নিজের স্থান আরও জোরদার করতে সাহায্য করেছে।

রোড-শো’এ অন্যতম সেরা আকর্ষণ ছিল কেরালার লোকশিল্প

এদিনের রোড-শো’এ অন্যতম সেরা আকর্ষণ ছিল কেরালার লোকশিল্প। যা পর্যটনের ক্ষেত্রে বিশেষভাবে আকর্ষনীয় হয়ে উঠেছে। সামান্য যে নিদর্শন কলকাতায় কেরালার লোকশিল্পীরা দেখালেন তা যদি ভ্রমণপ্রেমীরা দেখেন তাহলে বলতে দ্বিধা নেই এবার তাদের ডেস্টিনেশন নিঃসন্দেহে বদলে যাবে দক্ষিণের এই রাজ্যের দিকে। কেরালার প্রাচীন লোকশিল্প – মোহিনীয়াত্তাম, থাইয়াম, কথাকলি, পদয়ারি, বিশ্বকেরালাম-এর অসাধারণ নমুনা প্রদর্শন করে কলকাতার মন জিতে নিল কেরালা পর্যটন।

পিএটিএ গোল্ড অ্যাওয়ার্ড

কেরালা ট্যুরিজমের উদ্ভাবনীমূলক উদ্যোগগুলি আরও উৎসাহ পেয়েছে সম্প্রতি প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ)গোল্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে। এই পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যের বাইরের বাজারগুলিতে কাত্তযকরী বার্তাগুলি পৌঁছে দেওয়ার কারণে। ‘মেক আপ ফর লস্ট টাইম, প্যাক আপ ফর কেরালা’ নামে পুরস্কারজয়ী ক্যাম্পেনটির কল্পনা করা হয়েছিল কোভিড-এর পর ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকা মানুষের কথা ভেবে। এর লক্ষ্য ছিল দেশীয় পর্যটকরা। এই ক্যাম্পেন সমস্ত মিডিয়া প্ল্যাটফর্মে দারুন সফল হয়।

পর্যটককে আকর্ষণ করতে কেরালা পর্যটনের উদ্যোগ

দেশের মধ্যে থেকে আরও বেশি পর্যটককে আকর্ষণ করতে কলকাতায় একটি পার্টনারশিপ মিটের আয়োজন করা হয় এদিন। কেরালা পর্যটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে একগুচ্ছ পর্যটন ব্যবসা সংক্রান্ত নেটোয়ার্কিং কার্যকলাপ, যার মধ্যে পড়ে ট্রেড ফেয়ারে অংশগ্রহণ এবং সেপ্টেম্বর ও অক্টোবরে B2B ট্রেড মিটের আয়োজন। এমাসে বিশাখাপত্তনম থেকে শুরু করে পরপর অনেকগুলি B2B ট্রেড মিটের পরিকল্পনা আছে অক্টোবরে মুম্বই, পুনে, সুরাট এবং রাজকোটে।

Published on: সেপ্টে ১২, ২০২৩ at ২২:৫৪

 

 


শেয়ার করুন