“দিদি এবার প্রধানমন্ত্রী হতে চান কিন্তু সাহস নেই নির্বাচনে লড়ার”-মহিলা মোর্চার জনসভায় এভাবেই তোপ দাগলেন দিলীপ ঘোষ

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ২৪, ২০১৯ @ ২৩:৫৭

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৪ মার্চঃ জমে উঠেছে নির্বাচনী লড়াই।এরই মধ্যে শুরু হয়ে গেছে যুযুধান দুই পক্ষের মধ্যে আক্রমণ-প্রতি আক্রমণ। আজ যেমন খড়্গপুরে বিজেপির মহিলা মোর্চার জনসভায় দাঁড়িয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষ সরাসরি আক্রমণের পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তোপ দেগে বললেন-“দিদি এবার প্রধানমন্ত্রী হতে চান কিন্তু সাহস নেই নির্বাচনে লড়ার।তাই এবার তিনি কোথাও প্রতিদ্বন্দ্বিতা করছেন না।”

দিলীপের নিশানায় শুধুই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১) এবারের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী না হওয়ায় সেটাকেই প্রচারের হাতিয়ার বানিয়েছে বিজেপি। মেদিনীপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ তাই নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন-“দিদি প্রধানমন্ত্রী হতে চান কিন্তু নির্বাচনে লড়ার তাঁর সাহস নেই। তাই তিনি লড়ছেন না। তবে বাংলার যেখানেই যাবেন সেখানেই আমরা হারাবো। যদি বাংলাতে দাঁড়াতে ভয় লাগে তাহলে ঝাড়খণ্ড-বিহার-ত্রিপুরা যেখানেই যাবেন সেখানেই আমরা তাঁকে হারাবো।”

২) “একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মা-বোনেদের সম্মান থাকে না ইজ্জতের দাম ধরা হয় সেখানে সারা দেশের মানুষ চান না এরকম কেউ প্রধানমন্ত্রী হোক। তাই তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখলেও নির্বাচনে লড়ছেন না। আর ভাইপো পিসিকে দিল্লি পাঠিয়ে নবান্ন চালাতে চান।” আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের মাতকাতপুরে মহিলাদের মহা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমন শানান বিজেপি রাজ্য সভাপতি তথা প্রার্থী দিলীপ ঘোষ।

৩) শনিবার খড়্গপুরে তৃণমূলের কর্মী সম্মেলনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি পাল্টা তোপ দেগে বলেন-“যদি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারানো যায় তাহলে গোটা রাজ্য থেকে বিজেপিকে হটাতে বেশি সময় লাগবে না।” তাঁর  এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপবাবু পালটা জবাব দিয়ে বলেন- “সুব্রত বক্সী ঠিকই বলেছেন কারণ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে খড়্গপুর থেকে বিজেপিকে হারানো যাবে না তাই গোটা রাজ্যে বিজেপিকে হটানোও সম্ভব নয়।” পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর কে প্রার্থী করা নিয়ে যে মতানৈক্য তৈরি হয়েছে সে সম্পর্কে তার বক্তব্য মতুয়ারা তাদের সাথেই রয়েছে।

মেদিনীপুর, খড়্গপুর, তমলুক সহ দুই জেলার পাঁচটি লোকসভা কেন্দ্রের মহিলাদের নিয়ে এই সম্মেলন হয়।উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত কুমার দাশ, মহিলা মোর্চার জেলা সভানেত্রী উজ্জ্বলা সাহা,রাজ্য কমিটির সম্পাদিকা তনুজা চক্রবর্তী, মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী পলি ঘোষ, অঞ্জনা পয়ড়্যা প্রমুখ।

Published on: মার্চ ২৪, ২০১৯ @ ২৩:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1