কে হতে চলেছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি, জানা যাবে আর কিছু সময় বাদেই

Main দেশ
শেয়ার করুন

Published on: জুলা ২১, ২০২২ @ ১০:০৯

এসপিটি নিউজ: আর মাত্র কিছু সময়। তারপরই জানা যাবে ভারতের ১৫তম রাষ্ট্রপতির নাম। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মূ এবং বিরোধীদের মনোনীত যশবন্ত সিনহা। আজ বেলা ১১টা থেকে গননা শুরু হবে। তবে এনডিএ শিবির আশাবাদী দ্রৌপদী মুর্মূর জয়ের ব্যাপারে।

দ্রঊপদী মুর্মূকে শুধু এনডিএ-ই নয় বিরোদী শিবিরের অনেকেই সমর্থন জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ওড়িশার নবীন পট্টনায়েকের দল বিজু জনতা দল, ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।ওড়িশার মুখ্যমন্ত্রী দ্রৌপদী মুর্মূকে ‘ওড়িশার কন্যা’ বলে অভিহিত করেছেন।ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন- আদিবাসী জনজাতি মহিলা দেশে প্রথম বার রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় তারা সমর্থন জানিয়েছেন।

ইতিমধ্যে দ্রৌপদী মুর্মূর জয়ের সম্ভাবনাকে নিশ্চিত ধরে নিয়ে বিভিন্ন রাজ্যে বিশেষ করে তাকে সমর্থন জানানো রাজ্যগুলিতে বিজোয়ৎসব পালনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাঁর বাড়ি ওড়িশার রাইরঙ্গপুরে কর্মীরা মিস্টি বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। জয়ের পর সাধারণের মধ্যে মিস্টি বিলি করা হবে।

এক নজরে জেনে নিন কে এই দ্রৌপদী মুর্মূ

  • দ্রৌপদী মুর্মু ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশারময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে বিরাঞ্চি নারায়ণ টুডুর কাছে একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন।
  • তার বাবা এবং দাদা উভয়েই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান ছিলেন।
  • তিনি ভারতীয় জনতা পার্টিরসদস্য। তিনি ২০২২ সালের ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী।
  • রাজ্য রাজনীতিতে আসার আগে মুর্মু একজন স্কুল শিক্ষক হিসাবে শুরু করেছিলেন।
  • তিনি শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, রায়রঙ্গপুরে একজন সহকারী অধ্যাপক এবংওড়িশা সরকারের সেচ বিভাগে জুনিয়র সহকারী হিসেবে কাজ করেছেন।
  • তিনি ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং ২০০৪ এবং ২০০৪ সালে রায়রঙ্গপুর বিধানসভা কেন্দ্রের একজনবিধায়ক ছিলেন।
  • ২০০৭ সালে ওড়িশা বিধানসভা দ্বারা তিনি সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন।

এক নজরে যশবন্ত সিনহা

  • একজন আইএএস অফিসার হিসেবে তিনি নিজের ক্যারিয়র শুরু করেন। ২৪ বছরে তিনি একাধিক পদে ছিলেন।
  • ১৯৮৪ সালে আইএএস থেকে পদত্যাগ করে রাজনীতিতে প্রবেশ করেন। যোগ দেন জনতা দলে।
  • ১৯৯০-১৯৯১ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
  • ১৯৯৬ সালে তিনি বিজেপি-র মুখপাত্র হন।
  • ১৯৯৮ সালে অটল বিহারি বাজপেয়ীর সরকারে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়েছিলেন।
  • বিজেপি ছেড়ে তিনি ২০১৮ সালে সক্রীয় রাজনীতি থেকে অবসর নেন।
  • এরপর ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দলের সহ-সভাপতি হন।

আর কিছু সময় বাদেই পরিষ্কার হয়ে যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম। বর্তমানে রাষ্ট্রপতি আছেন রামনাথ কোবিন্দ।

Published on: জুলা ২১, ২০২২ @ ১০:০৯


শেয়ার করুন