ক্রিকেটে মহিলাদের জয়- বললেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার

Main খেলা দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপের মহিলাদের ফাইনালে টাইগ্রেসেসকে ১ উইকেটে হারিয়ে জয়ী লাওনেসেস
Published on: ফেব্রু ৩, ২০২৫ at ০০:০২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২ ফেব্রুয়ারি : ওরা কারও মেয়ে, কারও স্ত্রী, কার ও বোন আবার কারওবা বান্ধবী। ওদের সকলেই আজ ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে হাজির হয়েছিলেন। ক্রিকেট ম্যাচের ফাইনালে ব্যাট-বল হাতে ওদের খেলা সত্যি নজর কেড়ে নিল। এখানেই বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপ -২০২৫ আয়োজন সার্থক হল কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের। মহিলাদের ক্রিকেটের প্রসারে তাদের এই উদ্যোগ কিছুটা হলেও সফল হল। এদিনের ফাইনালে লাওনেসেস ৩ উইকেটে পরাজিত করেছে ট্রাইগ্রেসেকে।

টাইগ্রেসেস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৯৩ রান। ১১ বলে ২৯ রান তোলে অমিশা সচদেভ। দ্বিতীয় সর্বোচ্চ রান তোলে অন্বেষা মজুমদার। ১০ বলে ২২ রান তোলে সে। এরপর ব্যাট করতে নামে লাওনেসেস। দলের ক্যাপ্টেন স্নেহা মুখার্জি ১৬ বলে ২৯ রান তুলে দলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু টাইগ্রেসেস চারটে উইকেট নিয়ে লাওনেসেসকে চাপে ফেলে দেয়।

কিন্তু এরপর তারা সেই চাপ কাটিয়ে ওঠে। জয়ের দিকে এগোতে থাকে। এইসময় দুই দলের মধ্যে একটু বোঝাপড়ার অভাব দেখা দেয়। অল্প সময়ের মধ্যে উপস্থিত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যন্ডু ফ্লেমিং-এর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ম্যাচ শুরু হয়। ম্যাচের শেষ বলে এক রান নিয়ে জয়ী হয় লাওনেসেস। মেয়েদের ফাইনাল ম্যাচের  সেরা খেলোয়াড় হন স্নেহা মুখার্জি।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স টিমের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু  ফ্লেমিং। তিনি বলেন- আপনারা এখানে যারা অংশ নিয়েছেন তাদের অনেকেই  বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্য। এখানে ক্রিকেট খেলা হয়েছে। এটা কলকাতার মহিলাদের জয়। ক্রিকেটে মহিলাদের জয়। খেলাধুলোয় মহিলাদের জয়। ভারতে মহিলাদের জয়। এখানে কেউ এসেছেন তার বয়ফ্রেন্ডের সঙ্গে। কেউ এসেছেন তার বাবার সাথে। তবে এখাবে সকলে সকলকেই সমর্থন করেছে। আপনি আশা করব সব ভুলে আপনারা খেলাধুলোর মধ্যে থাকুন। এরকম ক্রিকেট আরও হবে। “

Published on: ফেব্রু ৩, ২০২৫ at ০০:০২


শেয়ার করুন