Thai Smile: ১ মে থেকে ফের ব্যাংকক-কলকাতা সরাসরি উড়ান পরিষেবা চালু

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২৪, ২০২৩ @ ২১:০৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ এপ্রিল: চার মাস বন্ধ থাকার পর ফের ১ মে থেকে থাই স্মাইল ব্যাংকক-কলকাতা রুটে সরাসরি উড়ান পরিষেবা চালু করছে। এবার বিমান ভাড়াও কমিয়েছে তারা। তুলনামূলক কম ভাড়ায় ভ্রমণকারীরা এই রুটে যাতায়াত করতে পারবে। ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে। কোন সময়ে কোথা থেকে থাই স্মাইল তাদের উড়ান ছাড়বে, তার সময়সূচীও তৈরি হয়ে গিয়েছে। ডোমেস্টিক এয়ারলাইনে থাইল্যান্ডে থাই স্মাইল খুবই পরিচিত একটি নাম।

বিমানের সময়সূচী

কলকাতায় থাই স্মাইল-এর সেলস ম্যানেজার সমীর ভৌমিক সংবাদ প্রভাকর টাইমস-কে বিশেষ সাক্ষাৎকারে বলেন- আগামী ১ মে ২০২৩ রাত ১১টা ৪৫ মিনিটে(থাই সময়) থাই স্মাইল-এর WE313 উড়ান ব্যাংকক থেকে রওনা হয়ে রাত ১২৪৫ মিনিটে(ভারতীয় সময়) কলকাতা পৌঁছবে। ওই উড়ানটি WE314 নম্বর হিসাবে ২ মে রাত ২টো (ভারতীয় সময়)নাগাদ কলকাতা থেকে রওনা হয়ে ভোর ৬টা ১০ মিনিটে (থাই সময়) ব্যাংককে পৌঁছবে। এটাই নির্ধারিত সময় স্থির হয়েছে। প্রতিদিন এই সময় মেনেই উড়ান পরিষেবা চালু থাকবে।

বিমানের ভাড়া

থাই স্মাইল তাদের যে উড়ান পরিষেবা চালু করছে তাতে যাত্রীদের জন্য দু’টি স্তর থাকছে। একটি ইকোনমি ক্লাস- ভাড়া ২০,৪৩৯ টাকা (যাওয়া-আসা)। এতে যাত্রীদের কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হবে এবং তারা ৩০ কেজি ব্যাগেজ বহন করতে পারবে। অপরটি হল প্রিমিয়াম ইকোনমি ক্লাস- ভাড়া ৪৫,৫৮৩টাকা (যাওয়া-আসা)।এখানেও যাত্রীদের জন্য কমপ্লিমেটারি ফুডের ব্যবস্থা থাকছে। তবে এই ক্লাসের যাত্রীরা ৪০ কেজি ব্যাগেজ বহন করতে পারবে।

থাই স্মাইল-এর পরিষেবা

থাই স্মাইল ফুকেট, ক্র্যাবি সহ থাইউল্যান্ডের মোট ১০টি জায়গায় পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও তারা আন্তর্জাতিক ক্ষেত্রে ভিয়েত্নামের হো-চি-মিন ও হ্যানয়, মালয়েশিয়ার পেনাম, মায়নমারের রেঙ্গুন, লাওস-এর ভিএনটিএন-এ পরিষেবা দিয়ে থাকে। পাশাপাশি ‘থ্রু ফেয়ার’-এ পার্টনার এয়ারলাইন্স আছে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, হংকং এবং ইন্দোনেশিয়ার বালি ও জাকার্তায়।

থাই স্মাইল কিন্তু থাই এয়ারওয়েজের সময়েই চলবে। অর্থাৎ ব্যাংকক-কল্কাতা রুটে থাই এয়ারওয়েজ যে সময় চলাচল করত ঠিক সেই সময়েই থাই স্মাইল চলবে।এ থেকে পরিষ্কার হয়ে গিয়েছে যে আগামী ১ মে থেকে ব্যাংকক-কলকাতা থাই এয়ারওয়েজের পরিষেবা বন্ধ হতে চলেছে। এসপিটি এই বিষয়ে কলকাতায় থাই এয়ারওয়েজের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পায়নি।

কলকাতা থেকে থাই এয়ারওয়েজ তুলে নেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক-অনিল পাঞ্জাবি

তবে এই বিষয়ে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান(পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি জানিয়েছেন যে আগামী ১ মে থেকে থাই এয়ারওয়েজ তাদের পরিষেবা বন্ধ করতে চলেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই থাই এয়ারওয়েজ কলকাতায় তাদের ৫০ বছর ধরে পরিষেবা দিয়ে আসছে। তবে এয়ারলাইন সংস্থাটি দিল্লি, মুম্বাই-এর সঙ্গে একই হারে কলকাতার ভাড়া রেখেছিল। দিল্লি থেকে ব্যাংকক যেতে সময় লাগে চার ঘণ্টা। সেখানে কলকাতা থেকে মাত্র দুই ঘণ্টা। তাহলে দিল্লি-ব্যাংককের ভাড়া যা হবে কলকাতার ভাড়া কেন একই থাকবে, যেখানে এখন ব্যাংকক যাওয়ার একাধিক উড়ান চালু হয়ে গিয়েছে। আমাদের ইন্ডিগো, স্পাইস জেট রয়েছে।অনেকে থাই এয়ারওয়েজ ছেড়ে এই সব উড়ানে টিকিট বুকিং করছে। এরই মধ্যে আগামী ১ মে থেকে আবার থাই স্মাইল চালু হতে চলেছে। এর ভাড়া থাই এয়ারওয়েজের চেয়ে কম। তবে কলকাতা থেকে থাই এয়ারওয়েজ তুলে নেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করি।

Published on: এপ্রি ২৪, ২০২৩ @ ২১:০৫


শেয়ার করুন