DGCA আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী বিমান পরিষেবা স্থগিতের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়াল

Main কোভিড-১৯ দেশ বিদেশ বিমান
শেয়ার করুন

Published on: জুন ২৬, ২০২০ @ ১৮:২৩

এসপিটি নিউজ, কলকাতা, ২৬জুন:  এখনই আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিষেবা চালু হচ্ছে না। কোভিড- ১৯ মহামারী লকডাউনের জন্য বন্ধ আছে এই পরিষেবা। আজ সার্কুলার জারি করে ভারত সরকারের পক্ষ থেকে ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানিয়ে দিল স্থগিতের মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হল।

ডিজিসিএ-র পক্ষে ডেপুটি ডিরেক্টর জেনারেল সুনীল কুমারের সাক্ষর করা ওই সার্কুলারে বলা হয়েছে যে গত ৩০ মে জারি করা সার্কুলারটি চলতে থাকবে। সেখানে যা যা বলা হয়েছিল সেরকমটাই থাকবে। অর্থাৎ ভারত থেকে কিংবা ভারতে আসা কোনও আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী বিমান পরিষেবা চালু থাকবে না। আগামী ১৫ জুলাই ২০২০ রাত ১১টা৫৯ মিনিট পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

তবে এই নিয়ম সমস্ত পণ্যবাহী বিমান এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদিও আন্তর্জাতিক সূচী নির্ধারিত বিমান বাছাই করা রুটে চলতে পারে বিশেষ অনুমতি সাপেক্ষে।

Published on: জুন ২৬, ২০২০ @ ১৮:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4