বরফে ঢাকা পড়তে শুরু করেছে হেমকুণ্ড সাহিব লাগোয়া পর্বতমালা

দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৫, ২০১৮ @ ০৯:৩৪

এসপিটি নিউজ, চামোলি, ২৫ সেপ্টেম্বরঃ সময় এগিয়ে আসছে। আর মাত্র কয়েকটি দিন। এরপর পুরো এলাকা ঢেকে যাবে বরফের চাদরে। উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুণ্ড সাহিবের লাগোয়া পাহাড়ে ইতিমধ্যে বরফ পড়তে শুরু করেছে। ছবিতেই ধরা পড়েছে সেই দৃশ্য। লোকজনও কমতে শুরু করেছে। ১৫ হাজার উঁচুতে অবস্থিত দুর্গম এই এলাকা শিখ ধর্মাবলম্বীদের কাছে প্রসিদ্ধ বলে খ্যাত।

সংবাদ সংস্থা এএনআই মঙ্গলবার এক ছবিটি ট্যুইট করেছে। ছবিতে দেখা গেছে চামোলি জেলার হেমকুণ্ড সাহিবের লাগোয়া এলাকা বরফে আচ্ছাদিত হতে শুরু করেছে। সেখানকার পর্বতমালার উপরের অংশ ইতিমধ্যে বরফে ঢেকে গেছে। আশা করা যাচ্ছে আর দু’চারদিনের মধ্যে গোটা পর্বতমালাই বরফে মুড়ে যাবে। ঠান্ডাও এখানে এখন জাঁকিয়ে পড়তে শুরু করেছে।

প্রতি বছর সারা বিশ্ব থেকে হেমকুণ্ড সাহিব দর্শনে আসেন কয়েক হাজার পর্যটক। স্থানটি খুবই দুর্গম। তাই এখানে সকলে আসতেও পারেন না। তবে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এই এলাকা বরফে ঢাকা পড়ে যায়। ফলে এই সময় জায়গাটি পর্যটকদের কাছে বন্ধ হয়ে যায়।

হেমকুণ্ড চামোলি জেলার গোবিন্দঘাট শহরে অবস্থিত। ঋষিকেশ থেকে যার দূরত্ব ২৭৫ কিলোমিটার। এরপর ১৩ কিলোমিটার পথ ট্রেক করে ঘাঙ্গারিয়া গ্রামে পৌঁছতে হয়।সেখানে আরও একটি গুরুদ্বোয়ারা আছে। সেখানে অল্প সংখ্যক হোটেলও আছে। আছে ক্যাম্পও। সেখানে এক রাত কাটিয়ে ভোরে ৩, ৬০০ ফুট উঁচুতে ৬ কিলোমিটার পাহাড় ভেঙে হেমকুণ্ডে পৌঁছতে হয়। এখানে রাতে থাকার কোনও ব্যবস্থা নেই। তাই দুপুর ২টোর মধ্যে সেখান থেকে নেমে আসতে হয় গোবিন্দঘাটে।

Published on: সেপ্টে ২৫, ২০১৮ @ ০৯:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 1