মেট্রো রেল কি ১ জুলাই থেকে পুনরায় চালু হতে চলেছে- কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Main রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জুন ২৬, ২০২০ @ ১৭:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ জুন: ২৫ মার্চ থেকে বন্ধ হয়ে আছে রেল পরিষেবা। কলকাতায় মেট্রো রেলও বন্ধ হয়ে আছে কোভিড-১৯ মহামারী লকডাউনের জন্য। ইতিমধ্যে রাজ্যে খুলে দেওয়া হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। সেকথা মাথায় রেখেই এবার মেট্রো রেল চালু করার প্রয়াস শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তেমন ইঙ্গিতই দিলেন।

“আমরা মেট্রো কর্তৃপক্ষের সাথে ১লা জুলাই থেকে মেট্রো পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করছি। যাত্রীদের বসার সক্ষমতা অনুযায়ী কেবলমাত্র অনুমতি দেওয়া হবে।” বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শেষ সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ। কারণ, এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালু করা সম্ভব হয়নি। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য মেট্রো রেল চালু করা সম্ভব কিনা তা ঠিক করবে মেট্রো কর্তৃপক্ষ।কারণ, প্রতিদিন মেট্রো রেল চালানোর পিছনে খরচ অনেক। সেক্ষেত্রে যাত্রী সংখ্যা যদি পর্যাপ্ত না হয় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে ১ জুলাই থেকে মেট্রো রেল পুনরায় চালু হবে কিনা তার জন্য কয়েকটি দিন অপেক্ষায় থাকতেই হচ্ছে মেট্রো যাত্রীদের।

Published on: জুন ২৬, ২০২০ @ ১৭:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − 83 =