CISCE তাদের ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল

Main দেশ রাজ্য শিক্ষা
শেয়ার করুন

Published on: এপ্রি ১৬, ২০২১ @ ২২:১৬

এসপিটি নিউজঃ সারা দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। ফলে এর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এক বৈঠকে নেওয়া সিদ্ধনাত অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড. রমেশ পোখ্রিয়াল নিশঙ্ক জানিয়েছিলেন যে CBSE তাদের বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা এবছর বাতিল করেছে। তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রেখেছে। এবার CISCE তাদের ICSE দশম শ্রেণি ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখছে।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে CISCE -র চিফ এক্সিকিউটিভ ও সেক্রেটারি জেরি অ্যারাথুন জানিয়েছেন- দেশজুড়ে কোভিড মামলার দিকে তাকিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে নির্ধারিত সময়ে হতে যাওয়া তাদের ICSE দশম শ্রেণি  ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখছেন।এই পরীক্ষা ৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল।

অ্যারাথুন আরও জানিয়েছেন যে তারা কোভিড পরিস্থিতির উপর নজর রাখবেন। সব দিক খতিয়ে দেকেহ তারা আগামী জুন মাসের প্রথম সপ্তাহে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখ তারা পরে জানিয়ে দেবেন। তবে ICSE দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য তারা দু’টি অপশন দিয়েছেন। তা হল-

১)দশম শ্রেণির পরীক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির সঙ্গে একই সময়ে অফলাইনে পরীক্ষায় বসতে পারবে, অথবা ২) তারা ফ্লাইনে পরীক্ষা নাও দিতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় অপশন বেছে নিলে তাদের জন্য বোর্ড একটি উদ্দেশ্যমূলক মানদন্ড তৈরি করবে।তার ভিত্তিতেই তাদের ফলাফল নির্ধারিত হবে।

Published on: এপ্রি ১৬, ২০২১ @ ২২:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 8 = 14