প্রাক্তন এক জাতীয় বক্সার আজ জীবিকা নির্বাহ করতে হাত লাগিয়েছেন এই কাজে

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ১৭, ২০২১ @ ২১:১৬

এসপিটি নিউজ ডেস্ক: তিনি একজন জাতীয় বক্সার। এনআইএস যোগ্য কোচ। নাম তাঁর আবিদ খান। আজ এমন পরিস্থিতির মুখে এসে তিনি দাঁড়িয়েছেন যে জীবিকা নির্বাহের জন্য শেষে একজন মজদুরের কাজে নামতে হয়েছে।চন্ডীগড়ের প্রাক্তন এই জাতীয় বক্সার এখন সকলের নজরে এসেছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, একজন প্রাক্তন জাতীয় বক্সার আবিদ খান জীবিকা নির্বাহের জন্য আজ শস্য বাজারে অটো চালাচ্ছে এবং পন্যের বস্তা বহন করছে। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন- “আমি এই কাজের জন্য মাসে ৯,৫০০ টাকা পাই। অতিরিক্তভাবে, পণ্য আনলোড করার জন্য আমি 100 টাকা পাই। আমি একদল বাচ্চাকে বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছি।”

Published on: এপ্রি ১৭, ২০২১ @ ২১:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =