উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি: বিজেপি কর্মীর মৃত্যু, আগামীকাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৭, ২০২০ @ ১৭:৩৫

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৭ ডিসেম্বর:  আজ শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার ডাকা উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপি কর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসে্র সেল ছোঁড়া হয়। জলকামান থেকে ছোঁড়া হয় রাসায়নিক মিশ্রিত রঙিন জল। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করা হয়। এই সময় বহু বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যে পুলিশের লাঠির আঘাতে তাদের একজন কর্মীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। আরও জানা গেছে, এমনকী খবর সংগ্রহ করতে যাওয়া জি-২৪ ঘণ্টা নিউজ চ্যানেলের সাংবাদিক সুমন কল্যান ভদ্র পুলিশের ছোঁড়া ইটের ঘায়ে আক্রান্ত হয়েছেন। এই সব ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়ে গেছে গোটা রাজ্যে।

কিছুদিন আগে কলকাতায় বিজেপির নবান্ন অভিযানও একইভাবে পুলিশ আটকে দিয়েছিল। সেদিনও টিয়ার গ্যসের সেল থেকে জলকামান ব্যবহার করা হয়েছিল। করা হয়েছিল লাঠিচার্জও। এমনই অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হয়েছিল। আজও একইভাবে পুলিশ বিজেপির পূর্ব ঘোষিত উত্তরকন্যা অভিযানের কর্মসূচি বানচাল করে দিতে অতি সক্রিয় ছিল।

এদিন দু’টি পয়েন্ট থেকে বিজেপির মিছিল উত্তরকন্যা অভিমুখে এগোতে থাকে। একটির নেতৃত্বে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় – যা কিনা শিলিগুড়ি নৌকাঘাট থেকে শুরু হয়েছিল। আর অপর মিছিলটি শুরু হয়েছিল ফুলবাড়ি মোড় থেকে যার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুলিশ দু’টি মিছিলকেই অনেক আগেই আটকে দিয়েছিল।

এই সময় বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলে পুলিশ টিয়ার গ্যাসের সেল ছুঁড়তে শুরু করে। বিজেপির অভিযোগ, এখানেই থেমে থাকেনি তারা। বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে জলকামানের সাহায্যে সমানে রঙিন রাসায়নিক জল ছুঁড়তে থাকে। এইসময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এমনকী, বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশ লাঠি চালাতে শুরু করে। বিজেপির রাজ্য সভাপতির দাবি, পুলিশের এই অতি সক্রিয়তায় আর তাদের আক্রমণে এক ৫০ বছর বয়সী বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। গজলডোবার বাসিন্দা ওই বিজেপি কর্মীর নাম উলেন রায়। দিলীপ ঘোষের আরও অভিযোগ- পুলিশ আজ যেভাবে টিয়ার গ্যসের সেল ফাটিয়েছে তা দেখে মনে হচ্ছিল এ যেন ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে। অসংখ্য বিজেপি কর্মী পুলিশের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেরই আঘাত গুরুতর। অসুস্থ হয়ে পড়েন কৈলাস বিজরবর্গীয়, সৌমিত্র খাঁ থেকে শুরু করে অনেকেই।

এরই মধ্যে সব চেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটে শিলিগুড়িতে। জি২৪ ঘণ্টার সুত্র অনুযায়ী, এদিন অভিযান চলার সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে লাইভ দেওয়ার সময় আচমকা জি ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলের সাংবাদিক সুমন কল্যান ভদ্রের মুখে এসে লাগে পুলিশের ছোঁড়া একটি ইট। মুখ ফেটে রক্ত ঝড়তে থাকে। তার মধ্যেই কিন্তু সাংবাদিক সুমন দায়িত্ব পালন করে যেতে থাকেন। চাঞ্চল্যকর তথ্য হল, সেইসময় ওই জায়গায় কিন্তু কোনও বিজেপি কর্মীরা ছিলেন না। ছিলেন সেখানে সাংবাদিকরা। আর পুলিশ সেই সাংবাদিকদের লক্ষ্য করেই নাকি ইট ছুঁড়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর সেই অভিযোগ করেছেন স্বয়ং আক্রান্ত সাংবাদিক সুমন কল্যান ভদ্র।

Published on: ডিসে ৭, ২০২০ @ ১৭:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 37