তৃণমূলে যোগ দিয়েই বায়রন বিশ্বাসের হুঙ্কার, ‘ সাগরদিঘিতে আর কংগ্রেস বলে কিছু থাকবে না’

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২৯, ২০২৩ @ ১৮:০৭

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ মে: মাত্র তিন মাসের মধ্যেই দল বদল করলেন সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের জাত্রীয় কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নতুন দলে যোগ দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, তার জয়ের পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না।এরপর সাগরদিঘিতে কংগ্রেস বলে আর কিছু থাকবে না।

এদিন তৃণমূলে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বায়রন বিশ্বাস।  অভিষেকের পাশে বসে বাইরন বলেন, ‘সাগরদিঘিতে জয়ী হয়েছি, এর পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। বরাবরই আমরা তৃণমূল করে আসছি।’

এরপরেই তিনি সবাইকে অবাক করে দিয়ে বলেন- তৃণমূলের কাছ থেকে টিকিট পাওয়ার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত টিকিট পাইনি বলেই কংগ্রেসের কাছ থেকে টিকিট নিতে হয়েছিল।’ এখানেই না থেমে বায়রন বলতে থাকেন- এই জয়ের পিছনে কংগ্রেসের যদি অবদান থাকত তাহলে ২০২১ সালে একটা আসনেও কেন তরা জিততে পারেনি। আমি বিশ্বাসঘাতকতা করে থাকলে আগামী দিনে মানুষ এর জবাব দেবে।’

‘তৃণমূলে যোগ দেওয়ার পরও বিপুল ভোটে জয়ী হতে পারব বলে বিশ্বাস করি। আরও ভালো ভাবে কাজ করতে পারব। কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলাম না। এটা বাস্তব। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর কোনও বিকল্প নেই।’ যোগ করেন বায়রন।

কংগ্রেস সাংসদ ও প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন সদ্য দল বদল করে তৃণমূলে যোগ দেওয়া এই বিধায়ক। বলেন- অধীরবাবু বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলছেন না। উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন না। এনিয়ে যতটা পেরেছি ওঁর সঙ্গে কথা বলেছি।

অধীর রঞ্জন চৌধুরী অবশ্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক বায়রন বিশ্বাস সম্পর্কে বলেন- ‘ও খুব ভালো পরিবারের ছেলে। রাজনীতির মানুষ নয় বায়রন বিশ্বাস। খুব কষ্ট করে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা এজন্যই ওকে প্রার্থী করেছিলাম। ওকে একটা কথাই বলব, রাজনীতিতে তোমার কিছুই ছিল না। কংগ্রেস তোমাকে সেই জায়গা করে দিয়েছে। সুযোগ দিয়েছে। কংগ্রেসের টিকিটেই তুমি জিতে এসেছো। তোমার নাম হয়েছে। লোকে আজ তোমায় চিনছে।তুমি দল বদল করেছো, সেটা তোমার নিজের ইচ্ছাতেই। তবে এখন তুমি কংগ্রেসের নিন্দা করো না।’

Published on: মে ২৯, ২০২৩ @ ১৮:০৭


শেয়ার করুন