২১টি বিরোধী দলের বয়কটের সিদ্ধান্তকে ‘অন্যায়’ বললেন মায়াবতী

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ২৮, ২০২৩ @ ২৩:৫০

এসপিটি নিউজ: দীর্ঘ ৯৭ বছর বাদে ভারতের নিজস্ব সংসদ ভবন তৈরি হল। আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ধর্মীয় রীতি-নীতি মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ১৪০ কোটি মানুষের দেশে এমন একটি নতুন সংসদ ভবন নির্মাণে তার সুফল কামনা করে ১২টি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এদিন প্রার্থণা করেছেন। যদিও বিরোধীরা তোপ দেগেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্বোধনের মধ্য দিয়ে তিনি তার সমস্ত নিয়ম ভঙ্গ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওওয়াল থেকে শুরু করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ ২১টি বিরোধী দল এদিন বয়কট করেছে।

বিরোধীদের প্রণাম জানালেন বারাকপুরের তৃণমূল কাউন্সিলর সম্রাট তপাদার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর পুরসভার কাউন্সিলর সম্রাট তপাদার এদিন নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান ২১টি বিরোদী দল বয়কট করায় তাদের তিনি কুর্নিশ জানিয়েছেন। বলেছেন- “আমি সেলাম জানাই, স্যালুট জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই আমাদের সব বিরোধী দলের নেতা কর্মীদের। যারা আজ এটা বয়কট করেছে।”

বিরোধীদের সিদ্ধান্তকে ‘অন্যায়’ বললেন মায়াবতী

আর বিরোধী দলগুলির এমন একটা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তকে রীতিমতো ‘অন্যায়’ বলে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি বলেছেন- তার দল ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্বাগত জানায় এবং এটি “অন্যায়” যে কিছু বিরোধী দল উন্মোচন অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

‘পলিটিক্যাল এজেন্ডাকে বিজেপি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে’

২৮ মে ছিল বীর সাভারকরের জন্মদিন।সেই বিষয়টিকে তুলে ধরে সম্রাট তপাদার বলেন- “ যে মানুষটি ভারতবর্ষের মানুষের সঙ্গে প্রতারণা করেছে সেলুলার জেলে বসে, যে মানুষটি ইংরেজদের কাছে ভিক্ষাবৃত্তি করেছে, ছেড়ে দেওয়ার জন্য প্রার্থণা করেছে সেই মানুষটির আজ জন্মদিনে উদ্বোধন করে তাদের পলিটিক্যাল এজেন্ডাকে বিজেপি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে।”

“আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে সেখানে বলা আছে সব ধর্মের কথা। সব জাতির কথা। এবং সকলের সমান অধিকারের কথা বলা আছে। সেই সংবিধানকে আজকে ধ্বংস করার পথে কেন্দ্রীয় সরকার অগ্রসর হয়েছে। সেইজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র একটি ধর্মের মানুষদের দিয়ে পুজোপাঠ করিয়ে এই নতুন ভবনটির উদ্বোধন করেছে।“ যোগ করেন বারাকপুরের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সম্রাট তপাদার।শুধু সম্রাট নয় এই বিষয়ে তোপ দেগেছেন অন্যান্য বিরোধী দলগুলিও।

১২জন ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজের মতো করে প্রার্থণা জানায়

যদিও বিরোধীদের এই কথাকে উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধীদের কাজই হল যেনতেনভাবেই নরেন্দ্র মোদির বিরোধিতা করা। তারা সম্ভবত গোটা অনুষ্ঠান দেখেননি।তাহলে তারা এই কথা বলতে পারতেন না। এদিনের অনুষ্ঠানে সব ধর্মের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ১২জন ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজের মতো করে প্রার্থণা জানায়।

উনি সারা ভারতবর্ষের মানুষকেও অপমান করলেন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে সম্রাট বলেন- উনি যখন শপথ নিয়েছিলেন তখন কিন্তু সকল ধর্ম, বর্ণ, জাতিকে রক্ষা করার কথা বলেছিলেন। কিন্তু উনি নিজের পলিটিক্যাল এজেন্ডার বাইরে বেরোতে পারলেন না। শুধুমাত্র উনি একটা ধর্মীয় কাজের মাধ্যমে উদ্বোধন করার সাথে সাথে ওনার শপথ ভঙ্গ করলেন। আমাদের দেশের রাষ্ট্রপতি হলেন আমাদের দেশের প্রধান। ওনাকে নিমন্ত্রিত না করা, ওনাকে অপমান করার মাধ্যমে উনি সারা ভারতবর্ষের মানুষকেও অপমান করলেন।

বিরোধীদের এই টোপের বিরুদ্ধে পালটা তোপ দেগে একের পর এক টুইট বার্তায় মায়াবতী বলেন, আগে কেন্দ্রে কংগ্রেস সরকার হোক বা এখন বিজেপি হোক, বিএসপি সর্বদা দলীয় রাজনীতি ও দলের ঊর্ধ্বে উঠে দেশ ও জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে তাদের সমর্থন করেছে। ২৮ মে সংসদের নতুন ভবনের উদ্বোধনকেও সমর্থন করেছে। এই প্রেক্ষাপটে এটাকে স্বাগত জানাই।

‘বিরোধী দলগুলোর নেতাদের এটা ভাবা উচিত ছিল’

রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি তুলে ধরে বিরোধীদের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছেন মায়াবতী। বলেছেন- “বয়কট করা এবং এটিকে একজন আদিবাসী মহিলাকে (রাষ্ট্রপতি মুর্মু) সম্মানের সাথে যুক্ত করা সম্পূর্ণ অন্যায়,” বলেছেন বিএসপি প্রধান। এরপরেই তিনি বলেছেন- তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করে তার বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সময় বিরোধী দলগুলোর নেতাদের এটা ভাবা উচিত ছিল।

Published on: মে ২৮, ২০২৩ @ ২৩:৫০


শেয়ার করুন