‘ভরসা রাখুন, আমরা আছি আপনাদের পাশে’-নামখানায় সোসাইটির বার্তা

কোভিড-১৯ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে নামখানা পঞ্চায়েত সমিতি এবং দক্ষিণ চন্দনপিরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইট।
মোট ৯০ টি সেল্ফ হেল্প গ্রুপ-কে নিয়ে মুরগি পালন ও ডিম মিড ডে মিল এ সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এসপিটি নিউজ, নামখানা, ৩১ মে: এক করোনায় রক্ষা নেই তার উপর আছড়ে পড়ল অ্যামফান।বিধ্বস্ত নামখানার মানুষের মনে ভরসা জোগালেন স্থানীয় পঞ্চায়েত সমিতি ও দক্ষিণ চন্দনপিরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি।করোনা পরবর্তী পর্যায়ে সেখানকার মানুষদের জীবন ও জীবিকা কি হবে তা নিয়ে আয়োজিত হল এক আলোচনা সভা। যেখান থেকে তারা নামখানার ক্ষতিগ্রস্ত মানুষদের মনে বল জোগালেন দিলেন আয়ের পথের খোঁজ।জানিয়ে দিলেন- ‘ভরসা রাখুন, আমরা আছি আপনাদের পাশে।’

নামখানা ব্লক প্রবলভাবে ক্ষতিগ্রস্ত

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লক প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা ভাইরাস ওতার লকডাউনের প্রভাবে যেভাবে মানুষের রুজি-রোজগার ধাক্কা খেয়েছে তাতে এখানকার বহু মানুষ আজ আয়হীন হয়ে পড়েছে।এর মধ্যে সাম্প্রতিক অ্যামফান ঝড়ে অসংখ্য গরু-ছাগল-মুরগি থেকে পাখি এমনকি বন্যপ্রাণ ধ্বংস হয়ে গিয়েছে। ফলে মাথায় হাত পড়েছে মানুষের। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে নামখানা পঞ্চায়েত সমিতি এবং দক্ষিণ চন্দনপিরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইট।

জীবন-জীবিকা সংক্রান্ত একটি আলোচনা চক্রের আয়োজন

সম্প্রতি তারা করোনা পরবর্তী পর্যায়ে মানুষের জীবন-জীবিকা সংক্রান্ত একটি আলোচনা চক্রের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ অতনু কুমার দাস ও সংগঠনের সম্পাদক ও অধ্যাপক ড. শান্তনু বেরা। ড. বেরা বলেন- এই পর্যায়ে মোট ৯০ টি সেল্ফ হেল্প গ্রুপ-কে নিয়ে মুরগি পালন ও ডিম মিড ডে মিল এ সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।এতে এখানকার মানুষ উপকৃত হবেন।

কর্মাধ্যক্ষ অতনুবাবু এই সংগঠনের কাজকর্ম নিয়ে প্রশংসা করেন এবং মানুষের জীবন-জীবিকায় মুরগি, প্রাণী বা মৎস্য কতখানি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করেন।  পাশাপাশি তিনি এই কর্মকান্ডটি গোটা নামখানা ব্লক এর ১৫০০ গ্রুপ এর মধ্যে ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়ে দেন তিনি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 + = 28