৮ হাজার মানুষকে নিয়ে “মানব হেলমেট” গড়ে নয়া বিশ্ব রেকর্ড করল স্মার্ট ভ্যালু

Main দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– অনিরুদ্ধ পাল

Published on: ডিসে ৫, ২০১৮ @ ২০:১৭

এসপিটি নিউজ, বিধাননগর, ৫ ডিসেম্বরঃ পথ নিরাপত্তায় এক বড় ভূমিকা নিয়ে থাকে হেলমেট। কেন না সারা বিশ্বের যে কোনও ধরনের রাস্তাতেই চলে দ্বি-চক্র যান অর্থাৎ মোটর সাইকেল। কিন্তু আমাদের ভারত সহ বহু দেশেই বহু দ্বি-চক্র যান ব্যবহারকারী্রা হেলমেট উপেক্ষা করে থাকেন। না পরার ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের। এর থেকে রক্ষা পেতে ভারতীয় কোম্পানি স্মার্ট ভ্যালু বুধবার পশ্চিমবঙ্গের বিধাননগরের বৈশাখী আবাসনের খেলার মাঠে অভিনব এক সচেতনতার অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে তারা ৮ হাজার মানুষের জমায়েত ঘটিয়ে তাদের দিয়ে এক “মানব হেলমেট” তৈরি করে নয়া বিশ্ব রেকর্ড তৈরি করে।

ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর অব কর্পোরেট রিলেশন কৃষ্ণ রেড্ডি বলেন, এর আগে ভারতে যে “মানব হেলমেট” তৈরি হয়েছিল তা ছিল ২,৬০০জনের। আজকের “মানব হেলমেট” গড়ার কাজে আমরা আশা করেছিলাম ৪ হাজার মানুষের জমায়েত হবে। কিন্তু এখানে এসে দেখলাম আমাদের প্রত্যাশা বাড়িয়ে সংখ্যাটা দ্বিগুন অর্থাৎ ৮ হাজার হয়ে গেছে। যা সারা ভারতে তো বটেই গোটা বিশ্বে সর্বাধিক মানুষকে নিয়ে গড়া “মানব হেলমেট”-এ এক নয়া বিশ্ব রেকর্ড। এর কৃতিত্ব স্মার্ট ভ্যালু প্রোডাক্টস এন্ড সার্ভিসেস লিমিটেড কোম্পানিকে দিয়ে তাদের পথ নিরাপত্তা সচেতনতায় এই সৃষ্টিশীল উদ্যোগ তৈরি করার জন্য নয়া ইন্ডিয়ান ওয়ার্ল্ড রেকর্ড-এর শংসাপত্র তুলে দেন।

রেড্ডি বলেন- দেশের নানা প্রান্তে যেভাবে প্রতিদিন হেলমেট না পরার ফলে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়ে চলেছে তা সত্যি উদ্বেগজনক। এর থেকে বাঁচার একটাই পথ- যতটা সম্ভব আমাদের মাথায় হেলমেট পরতে হবে। মাথা সুরক্ষিত থাকলে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। এই সচেতনতা তৈরি হওয়া জরুরী। আজকের এই “মানুষের জমায়েতের মধ্য দিয়ে এক অভিনব “মানব হেলমেট” গড়ে স্মার্ট ভ্যালু কোম্পানি সেই নয়া রেকর্ড স্থাপনের পাশাপাশি পথ নিরাপত্তায় তারা একটা বার্তা দিল যে আপনারা যারা মোটর সাইকেল চালান “দয়া করে হেলমেট পরুন”।

এদিনের অনুষ্ঠানে তারা প্রধান অতিথি হিসেবে হাজির করেছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার প্রাপ্ত এশিয়াডের সোনা জয়ী অ্যাথলিট সোমা বিশ্বাসকে।গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির ডিজিএম গৌরব সিং।

Published on: ডিসে ৫, ২০১৮ @ ২০:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 + = 60