মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর ধমক খেলেন দুই বিধায়ক

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল                                         ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ৪, ২০১৮ @ ২৩:৪৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৪ ডিসেম্বরঃ দলনেত্রী ছুটে বেড়াচ্ছেন আর দলের বেশ কিছু লোকজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সুযোগ বুঝে নেত্রীর কাছে নিজেদের দাবি পেশ করছে। এবার যে সেটা আর হবে না সেটা এতদিনে বেশ বুঝতে পেরেছে সেইসব লোকজন। মঙ্গলবার মেদিনীপুর পুলিশ লাইনের সভায় গিয়ে সেটা হাড়ে হাড়ে টের পেলেন দলের কয়েকজন বিধায়ক-নেতা-নেত্রীরা।

সবে মাত্র মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে বলতে উঠেছেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। তিনি মুখ্যমন্ত্রীকে বলেন- “মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সব সময় ডাক্তার থাকে না।” বিষয়টি মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েও দেন দলীয় বিধায়ককে। বিধায়ক তখন খুব খুশি।এমনটা বলতে পেরে। সবে তিনি নিজের চেয়ারে বসেছে্ন আর তখনি মুখ্যমন্ত্রী বিধায়ক মৃগেন মাইতিকে উদ্দেশ্য করে রীতিমতো ধমকের সুরে বলে ওঠেন-“যে টুকু জানো তা ভাল করে জানার চেষ্টা করো। যা জানো না তা বলো না।”

একই ভাবে মুখ্যমন্ত্রীর ধমক খান আর এক বিধায়ক শ্রীকান্ত মাহাত।কিছু বলতে গেলে ধমক দিয়ে বসিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাকেও বলে ওঠেন- “যেটা জানো না সেটা বলো না।” এরপর আর কোনও বিধায়ক আগ বাড়িয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলার সাহস পাননি।

মুখ্যমন্ত্রী এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে নির্দেশ দেন আগামী বছর বিদ্যাসাগরের ২০০তম জন্মদিন। সেই উপলক্ষ্যে তাঁর জন্মস্থানকে যেন সাজিয়ে তোলা হয়। আর এজন্য সেখানে কি কি কাজ করতে হবে তা যেন শিক্ষা দফতর জেলাশাসককে জানিয়ে দেয়। একই সঙ্গে ক্ষুদিরামের জন্মস্থানকেও সাজিয়ে তুলতে পর্যটন দফতরকে নির্দেশ দেন। তিনি জানান, শালবনীতে কর্ণগড় মন্দির রাজ্য সরকার কিভাবে সজিয়ে তুলতে ব্যবস্থা নিয়েছে। আদিবাসীদের আরও বেশি করে ১০০দিনের কাজের প্রকল্পে নিযুক্ত করার নির্দেশ দেন।

জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও সহ সভাধিপতি অজিত মাইতিকে কড়া ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-“আইন মেনে কাজ করতে হবে। সবাইকে কাজ দিতে না পারো কথা বলতে পারো তো? সামনে মকর সংক্রান্তি সহ নানা অনুষ্ঠান রয়েছে। অপপ্রচার করে কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে।” তার জন্য পুলিশকে নজর রাখার নির্দেশ দেন।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী সবং-এর মাদুর শিল্পের উন্নয়ন নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও সভায় জানান।

Published on: ডিসে ৪, ২০১৮ @ ২৩:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1