শুভেন্দুর তোপঃ সকালে কোর্টে আর সন্ধ্যায় টিভি চ্যানেলে মুখ দেখানো লোকগুলোই বানচাল করতে চাইছে পঞ্চায়েত ভোট

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                      ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ৭, ২০১৮ @ ২২:১৬

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৭ মেঃ পঞ্চায়েত ভোটের প্রচারে এসে নিজের চিরাচরিত ভঙ্গিতেই বিজেপিকে রাজনৈতিক ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সমর্থক-কর্মীদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তাঁর স্থান। এদিন ঝাড়গ্রাম জেলার দুটি জায়গা শিলদা আর গোপীবল্লভপুরের জনসভায় দাঁড়িয়ে তাই বিজেপিকেই বেছে নেন আক্রমনের জন্য। কারণ তিনি বলেন, আমি জানি কারা পদ্মফুলের পতাকা টাঙাচ্ছে, কারা নির্দলদের উস্কানি দিচ্ছে।এরপরই তাঁর সংযোজন-কংগ্রেস, ঝাড়খণ্ড, সিপিএম সব তো মুছে গেছে। এরপরই শুভেন্দু অধিকারীর তোপ-একটা অংশ পঞ্চায়েত নির্বাচন বানচাল করতে চাইছে। যাদের এক ডেসিমেল জলা জমিও নেই, এদের কাজ সকাল দশটায় কোর্টে যাওয়া আর সন্ধ্যা হলে টিভি চ্যানেলে মুখ দেখিয়ে বড় বড় কথা বলা। এরাই চাইছে পঞ্চায়েত নির্বাচন বানচাল করে দিতে।

শুভেন্দু অধিকারী একথা বলে শিলদার জনসভায় দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েত ভোট না হলে ক্ষতি হবে কাদের, গ্রামের মানুষদের। বন্ধ হয়ে যাবে উন্নয়ন। ওরা সেটা চাইছে। তাই, ওদের কথায় কান দেবেন না। ১৪ মে সকাল সকাল গিয়ে উৎসবের মেজাজে নিজের ভোট দিয়ে আসবেন।কাস্তে হাতুড়ি নিয়ে বেরোলে মানুষ আজ ধামসা-মাদল নিয়ে তাড়া করছে। তাই তারা আজ নির্দলের ছদ্মবেশে আম,জাম,কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। সাথে রয়েছে শুকনো পদ্মফুল। সেই পদ্মফুল এ রাজ্যে কোনওদিন আর ফুটবে না।

এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, যখন জঙ্গলমহল অশান্ত ছিল, রোজ মানুষ খুন হত তখন কোথায় ছিল বিজেপি। আজ যখন উন্নয়ন হচ্ছে তখন তারা সিপিএমের হার্মাদদের নিয়ে ফের জঙ্গলমহলকে অশান্ত করতে চাইছে।জঙ্গলমহলে আরও উন্নয়ন হবে। সন্ত্রাস আর হিংসাকে আপনারা ঠাঁই দেবেন না। পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

এদিনের জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতির উদ্দেশ্যে। রাজ্যের সাত বছরের উন্নয়নের সঙ্গে কেন্দ্রের চার বছরের উন্নয়নের তুলনা টেনে বিজেপির ঐ জেলা সভাপতিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, উন্নয়ন নিয়ে আপনাকে আমি ১০টি প্রশ্ন করব। আপনি যদি সঠিক জবাব দিতে পারেন তবে আমি এই জায়গা ছেড়ে চলে যাব। শুভেন্দুর কটাক্ষ, যে যাই করুক না কেন, এ রাজ্যে শুকনো পদ্মফুল ফুটবে না।

Published on: মে ৭, ২০১৮ @ ২২:১৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 − 70 =