৭৫ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ পৌছলো ৫০-এর কাছে, হিল স্টেশনেও ৫০ বছরের রেকর্ড ভাঙল

Main আবহাওয়া দেশ
শেয়ার করুন

  • ১৯৬১ থেকে ২০১৮ পর্যন্ত তাপমাত্রার নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।যা বৃদ্ধি পেয়েছে ০.৮ ডিগ্রি পর্যন্ত। যার ফলে গরমের তীব্রতা অনেকটা বেড়ে গিয়েছে।
  • আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকে যাবে।

Published on: জুন ১, ২০১৯ @ ২১:২০

এসপিটি নিউজ ডেস্ক: গত কয়েক বছরের গরমের রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে প্রকৃতি। উষ্ণতার পারদ ক্রমেই বেড়ে চলেছে। জয়সলমীরে গত ৭৫ বছরের তাপমাত্রার পারদ ভেঙে দিয়ে ৫০-এর কাছে পোঁছেছে। এমনকি হিল স্টেশনেও গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের গরম। এমনকী আবহাওয়া দফতরের এক তথ্য বলছে- বিগত ৫৭ বছরে তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গরমের তীব্রতা বৃদ্ধি করেছে।

চরাজধানী দিল্লি, সহ দেশের বহু রাজ্যেই প্রচন্ড গরমের জন্য মানুষের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। বহু জায়গায় লু বইতে শুরু করায় গরমের তীব্রতা বেড়েই চলেছে। এলাহাবাদ, দিল্লি, জয়পুর, লখনৌ সহ দেশের বেশ কিছু রাজ্যে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াম পোঁছে গিয়েছে।

শুক্রবার দিল্লিতে সব চেয়ে উষ্ণতম দিন ছিল। এদিন সেখানে তাপমাত্রা ৪৭ডিগ্রি রেকর্ড করা হয়। যদিও শনিবার তাপমাত্রা কিছুটা কমেছে। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু’দিন তাপমাতারা ৪৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।

ঠিক সেরকমই দক্ষিণ ভারতে গরম ক্রমে বেড়েই চলেছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেড়ল, পুডুচেরি, তামিলনাড়ুতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে।

মহারাষ্ট্রের বিদর্ভে পরিস্থিতি খুবই খারাপ। বিবিসি-র এক খবর অনুসারে গোটা বিশ্বে এপ্রিলের শেষ থেকে মধ্য ভারতের ১৫টি রাজ্যে সব চেয়ে গরম ছিল। মহারাষ্ট্রের চন্দ্রপুরে ৪৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে গিয়েছিল মে মাসের শেষে তা ৪৭ ডিগ্রিতে নেমে এসেছিল।

মধ্য ভারতে লু-এর প্রভাব পড়া শুরু হয়েছে। রাজস্থানে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে। বিকানিরে সর্বাধিক ৪৫.৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে গঙ্গানগর, জয়সলমীর এবং কোটায় তাপমাত্রা ৪৫-এর উপর উঠে গিয়েছে। জয়সলমীরে পারদ ৪৯.৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে। ১৯৪৪ সালে এখানে তাপমাত্রা ৪৯.৪ ডিগ্রি পর্যন্ত পৌছে গিয়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে দিল।

ভারতীয় আবহাওয়া দফতর অনুসারে জানা গিয়েছে, আগামী বেশ কয়েক দিন এই তাপমাত্রা জারি থাকবে। তবে কিছু এলাকায় বৃষ্টিরও সম্ভাবনা আছে। বিবিসি-র প্রকাশিত সংবাদে বলা হয়েছে- আবহাওয়া দফত্রের দেওয়া তথ্য অনুসারে ১৯৬১ থেকে ২০১৮ পর্যন্ত তাপমাত্রার নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।যা বৃদ্ধি পেয়েছে ০.৮ ডিগ্রি পর্যন্ত। যার ফলে গরমের তীব্রতা অনেকটা বেড়ে গিয়েছে।

এমনকী এ বছর হিল স্টেশন যেমন মুসৌরির তাপমাত্রা পর্যন্ত ৩৮ ডিগ্রি পার করেছে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে পুণের কিছুর হিল স্টেশনে। যেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলা হচ্ছে গত ৫০ বছরে এই প্রথম এমনটা হয়েছে।

বেঙ্গালুরুতে তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচেই থাকত এতদিন কিন্তু এ বছর তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে পৌঁছে গিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকে যাবে।

Published on: জুন ১, ২০১৯ @ ২১:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 3