৭৪৩৪ মিটার উঁচু নন্দাদেবী শৃঙ্গে ওঠার সময় ভারতীয় সহ ৭ বিদেশি নিখোঁজ

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

  • ১৩ই মে দলটি নন্দা দেবী শৃঙ্গ পর্বতারোহনে বের হয়।
  • আট সদস্যের দলটি ৩১শে মে ফিরে আসার কথা ছিল।
  • যাদের খুঁজতে পাঠানো হয়েছিল, তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছে।

Published on: জুন ১, ২০১৯ @ ২৩:৪৪

এসপিটি নিউজ, দেরাদুন, ১জুনঃ ভারতের মধ্যে হিমালয়ের সব চেয়ে উঁচু পর্বত শৃঙ্গ নন্দা দেবীতে পর্নতারোহনের সময় আট সদস্যের একটি দল নিখোঁজ হয়ে গিয়েছে। একটি সর্ব ভারতীয় হিন্দি দৈনিক এমনই খবর প্রকাশ করেছে। দলটি ৭৪৩৪ মিটার উঁচু পর্বত শৃঙ্গ আরোহনের পর বেস ক্যাম্পে ফেরার পথে তারা নিখোঁজ হয়ে যায়। যেখানে এক ভারতীয় ছাড়াও বৃটেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার সাত সদস্য ছিলেন।

বেস ক্যাম্পে থাকা আধিকারিকরা পিথোরাগড় জেলা প্রশাসনকে পর্বতারোহীদের নিখোঁজ হওয়ার সংবাদ জানিয়েছে। তাদের খোঁজে একটি দল রওনা দিয়েছিল।তবে এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি। শনিবার রাতেই তারা ফিরে এসেছে।

পর্বতারোহী দলটি গত ১৩ই মে নন্দা দেবী চটি থেকে ৯০ কিলোমিটার দূরে মুন্সিয়ারি বেস ক্যাম্প থেকে তাদের যাত্রা শুরু করেছিলেন।

দলে মার্টিন মোরিনের মতোও বিখ্যাত পর্বতারোহী আছেন

দলটিতে বিশ্বের জনপ্রিয় পর্বতারোহী মার্টিন মোরিন নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি এই নিয়ে তৃতীয় বার নন্দা দেবী শৃঙ্গ জয়ের অভিযানে সামিল হতে ভারতে এসেছেন। এর আগে তিনি ২০১৭ সালে ৬৫৮০ মিটার ওঠার পর খারাপ আবহাওতার জন্য ফিরে যেতে বাধ্য হয়েছিলেন।

উদ্ধারকারী দলের সাহায্য নেবে

প্রশাসন এখন উদ্ধারকারী দলের সাহায্য নেবে। মুন্সিয়ারির এসডিএম আরসি গৌতম জানিয়েছেন, এই উদ্ধারকারী দলে, রাজ্য বিপরররযয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং চিকিৎসা প্রতিনিধিরা থাকবেন। এখন এরাই প্রশাসনের মূল ভরসা।

Published on: জুন ১, ২০১৯ @ ২৩:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 1 =