নয়া নৌ-সেনা প্রধান হলেন অ্যাডমিরাল করমবীর সিং

Main দেশ
শেয়ার করুন

Published on: মে ৩১, ২০১৯ @ ২৩:২১

এসপিটি নিউজ ডেস্ক: ভারতীয় নৌ-বাহিনীর ২৪তম প্রধানের দায়িত্ব নিলেন অ্যাডমিরাল করমবীর সিং। আজ এক অনুষ্ঠানে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নৌ-বাহিনীর ফ্ল্যাগ র‍্যাঙ্কে পদোন্নতির আগে অ্যাডমিরাল করমবীর সিং পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-র প্রাক্তনী করমবীর সিং ১৯৮০-র জুলাই-এ ভারতীয় নৌ-বাহিনীতে যোগ দেন। ১৯৮১-তে হেলিকপ্টার পাইলট হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেন।

এছাড়াও তিনি চেতক ও কামভ হেলিকপ্টার চালিয়েছেন। ওয়েলিংটন ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী অ্যাডমিরাল করমবীর সিং নৌ-বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন।সাইকেল চালনা, দৌড়, সাঁতার ও গল্‌ফ খেলায়-ও অ্যাডমিরাল তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।

প্রায় চার দশকের সুদীর্ঘ কর্মজীবনে তিনি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজের দায়িত্ব পালনের পাশাপাশি, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজেরও প্রধান হিসেবে কাজ করেছেন।ভাইস অ্যাডমিরাল পদে তিনি ‘প্রোজেক্ট সিবার্ড’ কর্মসূচির ডিরেক্টর জেনারেল-এর দায়িত্ব সামলেছেন। নৌ-বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ডের কমান্ডিং অফিসার হিসেবে কাজ করেছেন।

Published on: মে ৩১, ২০১৯ @ ২৩:২১

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 32 = 38