৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে সুপারমুনও-শিবির করবে ব্রেকথ্রু

রাজ্য
শেয়ার করুন

 

 

 

 

 

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ৩, ২০১৮ @ ২৩:০৫

এসপিটি নিউজ, মাদিনীপুর, ৩ জানুয়ারিঃ বিজ্ঞান সচেতনতা বাড়াতে আর ধর্মের নামে ভন্ডামি বন্ধ করতে তারা বয়াবরই অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। তা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের শিক্ষামূলক শিবিরের আয়োজন করে চলেছে বিজ্ঞান মনস্ক সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি।মঙ্গলবার তারা মেদিনীপুরে আয়োজন করেছিল সুপারমুন পর্যবেক্ষণ শিবির। আগামী ৩১ জানুয়ারিও তারা আবার এরকমই একটি পর্যবেক্ষণ শিবিরেরে আয়োজন করতে চলেছে। সেদিন তারা টেলিস্কোপের সাহায্যে ছাত্র-ছাত্রীদের দেখাবেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও সুপারমুন।

মঙ্গলবার মেদিনীপুরে কাঁসাই নদীরফ পাড়ে ব্রিজ সংলগ্ন একটি স্থানে তারা পর্যবেক্ষণ শিবির করেছিল। শিবিরের মটল দায়িয়্বে ছিলেন জেলা সম্পাদক সিদ্ধার্থশংকর ঘাঁটা। এদিনের এই কর্মসূচীতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় একশ ছাত্রছাত্রী বিপুল উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। প্রসঙ্গত চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছে চলে এলে ভূপৃষ্ঠ থেকে চাঁদকে স্বাভাবিকের তুলনায় অনেক বড় দেখায়। একেই বলা হয় সুপারমুন। স্মরণীয় এই মহাজাগতিক ঘটনাকে টেলিস্কোপের সাহায্যে ছাত্রছাত্রীদেরকে পর্যবেক্ষণের সুবিধার্থেই এদিনের কর্মসূচী ছিল বলে জানান সিদ্ধার্থ বাবু।

তিনি আরও বলেন– “এর আগেও সুপারমুন পর্যবেক্ষণ সহ অন্যান্য বহু মহাজাগতিক ঘটনা টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণের ব্যবস্থা করেছিলাম।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৩১ জানুয়ারি আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও সুপারমুন দেখা যাবে। সেদিনও জেলার অন্তত কুড়িটি জায়গায় এরকম শিবিরের ব্যবস্থা করা হবে।

Published on: জানু ৩, ২০১৮ @ ২৩:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 34 = 40