পড়ুয়াদের পুত্র স্নেহ দিন, সময় মতো স্কুলে আসুন- বেলদায় শিক্ষকদের পরামর্শ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ৩, ২০১৮ @ ২২:২৫

এসপিটি নিউজ, বেলদা, ৩ জানুয়ারিঃ রাজ্যের উন্নয়নে শিক্ষাও এক গুরুত্বপূর্ণ অংশ। তাই এই অংশকে অবহেলা করা যাবে না। আর তাই রাজ্য সরকার প্রায় প্রতিটি জেলায় শিক্ষার উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।বাম আমলে পিছিয়ে পড়া জঙ্গলমহলের শিক্ষার প্রসারের জন্যও রাজ্য বেশ কিছু প্রকল্প নিয়েছে। যেখানে একদিন কলেজের অভাবে ছেলে-মেয়েরা উচ্চশিক্ষা নিতে পারত না আজ তাদের সামনে সেই রাস্তা খুলে দিয়েছে রাজ্য সরকার।আজ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির শতবর্ষ উদযাপনের দ্বিতিয় দিনে যোগ দিতে এসে সে কথাই তুলে ধরেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শিক্ষার প্রসারের জন্য রাজ্যে বেশ কয়েকটি নতুন কলেজ তৈরি করা হয়েছে। যা আগে কেউ করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জঙ্গলমহলের নয়াগ্রাম, লালগড়ের মতো এলাকায় কলেজ তৈরি করে পঠন-পাঠন শুরু হয়েছে।একই সঙ্গে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সময় মতো স্কুলে আসার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গে পুত্র-কন্যার স্নেহ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন-তাহলেই তাদের পড়াশুনোর ক্ষেত্রে আগ্রহ বাড়বে।

বুধবারের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক ভগীরথ মিশ্র, নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র, বিধাওয়ক প্রদ্যুৎ ঘোষ, দীনেন রায়, শ্রীকান্ত মাহাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননীগোপাল শিট প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন ছাত্র অখিল বন্ধু দাস মহাপাত্র। এদিন প্রথমে বিদ্যালয়ের শতবর্ষ ভবনের শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর তিনি জ্যোতির্ময় নন্দ স্মৃতি মঞ্চে গিয়ে বলেন, ১০০ বছর আগেও শিক্ষাকে সম্প্রসারিত ও প্রসারিত করতে মানুষের অভাব ছিল না। কঠিন কাজ হলেও ১০০ বছর আগেও শিক্ষার প্রসারে মানুষ ব্রতী হয়েছিলেন। তিনি আরও বলেন, জ্ঞান লাভ করলেও সঠিকভাবে চরিত্র গঠনের প্রয়োজন হয়। এরজন্য স্কলের সাহায্য দরকার। শিক্ষকদের মূল্যবান পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যেও বলেন-তোমারা শিক্ষক-শিক্ষিকাদের সম্মান করবে, তাদের নির্দেশ মতো পড়াশুনো করবে।

এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চৈতন্যময়নন্দ বিদ্যালঙ্কার উপাধিতে সম্মানিত করা হয়।

Published on: জানু ৩, ২০১৮ @ ২২:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − 89 =