কেন্দ্রীয় বাজেট ২০২২: কি আছে, দেখে নেওয়া যাক এক ঝলকে

Main অর্থ ও বাণিজ্য দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১, ২০২২ @ ১৬:২৬

এসপিটি নিউজ, নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি:  আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২২-২০২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। যেখানে তিনি বেশ কিছু নতুন পরিকল্পনার কথা শুনিয়েছেন আবার কিছু খাতে অর্থ বরাদ্দের কথাও ঘোষণা করেছেন। পাশাপাশি করের বিষয় মোটামুটি একই রেখে দিয়েছেন। একদিকে কর্পোরেট সংস্থাগুলির ক্ষেত্রে করের বোঝা কমালেও সাধারণ মানুষের ক্ষেত্রে করের বোঝা কমানোর কোনও ঘোষণা করেননি। একবার এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি বলা হয়েছে এবারের কেন্দ্রীয় বাজেটে।

  • তফশিলি শিশুদের জন্য টৈরি হচ্ছে বিশেষ চ্যানেল।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২০২৩ সালে বাড়ি পাবে ৮০ লক্ষ পরিবার।এই যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ।
  • ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়ক বিস্তার।
  • গঙ্গা উপত্যকায় রাসায়নিক মুক্ত চাষের ব্যবস্থা।
  • ৫টি নদীকে পরস্পরের সঙ্গে যুক্ত করতে নতুন পরিকল্পনা।
  • দেশের বিভিন্ন জায়গায় আইটি হাব তৈরি করা।
  • ২০২৩ সালে মিলেট চাষে গুরুত্ব দেওয়া হবে।
  • ২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ।
  • রেলে পিপিপি মডেলকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
  • মূল্যবৃদ্ধি কমাতে ভোজ্যতেলে নজর।
  • ২৩টি হেলথ সেন্টার টৈরি হবে।
  • জল পৌঁছতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।
  • উত্তর-পূর্বের উন্নয়নে বিশেষ গুরুত্ব।
  • ২০২২ সালে প্রতিটি পোস্ট অফিসকে কোড় ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে।
  • ১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা হল।
  • ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা করা হচ্ছে।
  • গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর।
  • ৬০ লক্ষ কর্মসংসংস্থান করার লক্ষ্য।
  • গণপরিবহণে ইলেকট্রিক গাড়িতে জোর। ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালু হবে।
  • ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক তৈরি করা হবে।
  • ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার।
  • ই-পাসপোর্ট সিস্টেমে আরও জোর।
  • জৈব চাষে আরও জোর দেওয়া হবে।
  • দ্বাদশ শ্রেণি পর্যন্ত আঞ্চলিক ভাষায় জোর।
  • ৯.২ শতাংশ আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা।
  • ফসলের অবস্থা বোঝার জন্য ড্রোনের ব্যবস্থা।
  • অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সম্পদ রক্ষায় বিশেষ জোর।
  • ৬০ কিলোমিটার দীর্ঘ আটটি নতুন রোপওয়ে চালু হবে।
  • শহরাঞ্চলে চালু হবে চার্জিং স্টেশন।
  • রাজ্যগুলির সাহায্যে ১ লক্ষ কোটি টাকা।
  • ডিজিটাল ক্রেন্সি চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক।
  • করব্যবস্থায় সরলীকরণ।
  • বিশেষভাবে সক্ষমদের করছাড়ের পরিমাণ বাড়ানো হবে।
  • করদাতাদের রিটার্ন ফাইল জমা করার বাড়তি সুযোগ। দুবছর পর্যন্ত পাবেন সময়।
  • কর্পোরেট ট্যাক্স ১৮.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হল।
  • সারচার্জ ১২ থেকে কমে হল ৭ শতাংশ।
  • পেনশনভোগীদের আয়করে ছাড়।

Published on: ফেব্রু ১, ২০২২ @ ১৬:২৬


শেয়ার করুন