১৯৮৪ শিখ দাঙ্গায় আদালতের রায়ঃ একজনের ফাঁসি অপরজনের যাবজ্জীবন

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ২০, ২০১৮ @ ১৭:৫৭

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ২০ অক্টোবরঃ পাতিয়ালা হাউস কোর্ট আজ শিখ দাঙ্গাউ যুক্ত এক মামলায় এক দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপরজনকে ফাঁসির সাজার আদেশ দিয়েছে। গত শুনানিতে আদালত নরেশ সহরাঙবত এবং যশপ্ল সিংকে দুওজন শিখ হত্যায় ঘটনায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজ সেই মা্মলার রায় পড়তে বিচারক নরেশের যাবজ্জীবন এবং যশবন্তকে ফাঁসির আদেশ দেন। ৩৪ বছরের পুরনো শিখ দাঙ্গায় জড়িত কোনও মামলায় এই প্রথম দোষীকে ফাঁসির আদেশ দিল আদালত।

১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার ঘটনার পর দেশ জুড়ে শিখ বিরোধী দাঙ্গায় দক্ষিন দিল্লির মহিপালপুরে দু’জন শিখ হরদেব সিং এবং অবতার সিংকে খুন করা হয়। কিন্তু প্রমানের অভাবে দিল্লি পুলিশ এই মামলা ১৯৯৪ সালে বন্ধ করে দেয়। কিন্তু ২০১৫ সালে ফের গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি। তারা ফের তদন্ত শুরু করে।

বুধবার দিল্লিতে পাতিয়ালা হাউস কোর্টের অ্যাডিশনাল সেশন অজয় পান্ডে আসামী নরেশ সারাওয়াত ও যশপল সিং-কে ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির হত্যা (৩০২), হত্যার চেষ্টা (৩০৭) ডাকাতি (৩৯৫)ছাড়াও ৩২৪, ৪৫২ এবং ৪৩৬ সহ অন্য ধারাতে দোষী সাব্যস্ত করেন।ছবি-গুগল

Published on: নভে ২০, ২০১৮ @ ১৭:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 − 19 =