দেশের সেরা ‘পর্যটক-বান্ধব রেল স্টেশন’ সেকেন্দ্রাবাদ

দেশ ভ্রমণ রেল
শেয়ার করুন

Published on: অক্টো ১, ২০১৮ @ ১৬:৩১

এসপিটি নিউজ ডেস্কঃ সারা দেশের মধ্যে দক্ষিণ ভারতের রেল স্টেশঙ্গুলি বরাবরই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক এগিয়ে। আবারও তার প্রমাণ মিল পর্যটন দফতরের একটি ঘোষণার মাধ্যমে।দেশের পর্যটনমন্ত্রী কেজে আলফান্স জানিয়েছেন -দেশের সেরা পর্যটক-বান্ধব রেল স্টেশন হল তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ রেল স্টেশন। গত ২৭ সেপ্টেম্বর এই ঘোষণা তিনি করেছেন। ছবিতে দেখা গেছে স্টেশনটি খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। ঝা-চকচকে  স্টেশনটিতে কোথাও একটি স্টল কিংবা হকারের দেখা মেলেনি। স্টেশনের অভ্যন্তরে দেওয়ালে চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে পুরাকালের নানা ঘটনা। যা পর্যটকদের কাছে মনোরঞ্জক ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে।

Published on: অক্টো ১, ২০১৮ @ ১৬:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =