বাজে মানুষের জন্য শোভন আজ মাটিতে-বললেন স্ত্রী রত্না, ওর চেতনা ফিরুক বললেন শ্বশুর

Main রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২০, ২০১৮ @ ২০:১৫

এসপিটি নিউজ, কলকাতা, ২০ অক্টোবরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান দিয়েছিল তা ধরে রাখয়ে পারল না শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের লড়াই চালিয়ে রাজনীতির যে শীর্ষস্থানে পৌঁছেছিল ও কিছু বাজে মানুষের জন্য আজ সে মাটিতে এসে পড়ল। জানান স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শ্বশুর মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাস জানান, ওর চেতনা ফিরুক, আমি সেটাই চাই। বন্ধু-বান্ধবরা কখনও কারও ক্ষতি করে না। ও যাদের বন্ধু বলে ভাবে তাহলে কি সত্যি বন্ধু ছিল। যারা ক্ষতি করে তারা আর যাই হোক বন্ধু নয়।

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মনোমালিন্যর পর নবান্নে গিয়ে ইস্তফাপত্র দিয়ে আসেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বলেন, “দিদি ওকে অনেক সম্মান দিয়েছেন। ভাই বলে ভাইফোটা পর্যন্ত দিয়েছেন। এর আগে একাধিক বার শোভন ইস্তফা দিতে যান। তখন বারে বারে তাকে ইস্তফা দিতে নিষেধ করেন মুখ্যমন্ত্রী।আসলে কিছু বাজে মানুষের জন্য আজ ওকে রাজনীতির শীর্ষ স্থান থেকে মাটিতে পড়তে হল। দ্ররঘ লড়াই চালিয়ে যে জায়গাটি ও তৈরি করেছিল কিছু বাজে মানুষের জন্য এই পরিণতি হল।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এর আগে চার-পাঁচ বার ও রিজাইন দিয়েছে। তখন ওকে বুঝিয়েছিলাম। বোঝেনি। আজও ইস্তফা দিয়েছে তা গ্রহণ করেছি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আমি ওকে মেয়রের পদ থেকেও ইস্তফা দিতে বলেছি।

শোভনের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই দফতর সামলানোর দায়িত্ব পড়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমের উপর।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 + = 63