সোলনে মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ ১৩ জওয়ান, মুখ্যমন্ত্রী দিলেন তদন্তের নির্দেশ

দেশ
শেয়ার করুন

Published on: জুলা ১৫, ২০১৯ @ ১৬:৩২

এসপিটি নিউজ, সিমলা, ১৫জুলাই: হিমাচল প্রদেশের সোলনের কুমারহট্টিতে রবিবার দুপুরে তিন তলার একটি ভেঙে পড়ে। এই বিল্ডিং-এর কাছেই ছিল ৪২জন মানুষ। এখানে খাওয়ার জন্য এসেছিলেন ৩০জন জওয়ান। দুর্ঘটনার পর এখান থেকে ১৩জন জওয়ান এবং একজন নাগরিকের দেহ মিলেছে। উদ্ধারকারী দল ১১জন নাগরিক ও ১৭জন জওয়ানকে সুরক্ষিত অবস্থায় বের করে নিয়ে আসতে পেরেছে।

এর আগে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি দেখে এসেছেন। তিনি দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উদ্ধার কাজ জলদি শুরু হয়েছে জানান। একই সঙ্গে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই বিল্ডিংটি সঠিক নকশা অনুযায়ী হয়নি।

দুর্ঘটনায় শহীদ জওয়ানরা হলেন- আসামের হৈলাকন্ডীর রাজ কিশোর সিংহ, অজিত কুমার, হরিয়ানার রেভারির বিনোদ কুমার, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের যোগেশ কুমার, হরিয়ানার জিন্দের বলবিন্দার সিং।

পঞ্চকুলা থেকে পৌঁছেই এনডিআরএফ দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। সোলানের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রোহিত রাঠোর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটস্থলে গিয়েছেন। তবে হোটেল ভেঙে পড়ার সঠিক কারণ এখনও পর্যন্ত সামনে আসেনি।

সূত্রের খবর, রবিবার বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে।সিমলা থেকে ৪৫ কিলোমিটার দূরে কুমারহাট্টি-নাহন জাতীয় সড়কের উপর অবস্থিত হোটেলটি ভারী বর্ষণের ফলে ভেঙে পড়ে। যে হোটেলটি ভেঙে পড়ে সেখানেই সেনার জওয়ানরা খেতে ঢুকেছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের বাঁচানোর চেষ্টা চলছে।

Published on: জুলা ১৫, ২০১৯ @ ১৬:৩২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2