হাতির হানায় লণ্ডভণ্ড অঙ্গনওয়াড়ি স্কুল

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: জুলা ১৫, ২০১৯ @ ২১:৩০

এসপিটি নিউজ, গড়বেতা, ১৫জুলাই:  সোমবার সকালে স্কুলে এসে হকচকিয়ে যান শিক্ষিকা।ঘরের তালা ভাঙা। ভিতরে সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে।চারিদিকে সব কিছু ছড়িয়ে আছে। হাতির হানায় এমনটা হয়েছে বলে জানা গেছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আঁধারনয়ন এলাকার সামারমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্কুলে ঘটনাটি ঘটেছে।

অঙ্গনওয়াড়ি শিক্ষিকা কৃষ্ণা রায় মুখার্জি বলেন, “আজ সকালে আমি আমার সহকর্মীর কাছে জানতে পারি এই ঘটনার কথা। তারপর আমি স্কুলে এসে দেখি সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছ।প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।তবে আমি মনে করছি, যেহেতু বনাঞ্চলের ভিতরে এই স্কুলটি অবস্থিত সেহেতু খাবারের সন্ধানে হয়তো হাতিটি এসে এমনটা করেছে।

স্থানীয় বাসিন্দা আকিঞ্চন নায়েক জানান, পার্শ্ববর্তী গ্রামেও অনেক ক্ষয়ক্ষতি করেছে এই হাতিটি।এই হাতির হানা নিয়ে স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কেই আছে।

যদিও এই ব্যাপারে বন দফতর বাসিন্দাদের নির্ভয়ে থাকার আশ্বাস দিয়েছে। যে অঙ্গনওয়াড়ি স্কুলে হাতিটি হানা দিয়েছে তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।

Published on: জুলা ১৫, ২০১৯ @ ২১:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

60 − = 54