ভারত বনধকে সমর্থন জানিয়ে মমতার তোপ- ‘দিল্লি এখন আলু, বেগুন, পটল, মূলো খাবে মানুষকে দেবে না’

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৭, ২০২০ @ ২১:১৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৭ ডিসেম্বর:  মেদিনীপুরের সভা মঞ্চে দাঁড়িয়ে হাতে ধান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। যেভাবে সবজির দাম বাড়ছে তার জন্য পুরোপুরি দায় চাপালেন কেন্দ্রের উপর। সেই সঙ্গে তাঁর তোপ- “দিল্লি এখন আলু খাবে, পটল খাবে, বেগুন খাবে, মূলো খাবে মানুষকে দেবে না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই কালকের বনধকে সমর্থন করছি আমরা।”

হাতে ধান নিয়ে মমতার শপথ

মঞ্চে দাঁড়িয়ে হাতে ধান নিয়ে শপথ করে বলেন- “আমরা কৃষকদের পাশে ছিলাম, আমরা কৃষকদের পাশে আছি, কৃষকদের পাশে থাকবো। আমাদের ভারতবর্ষের কৃষকরা আন্দোলন করছেন- বেঁচে থাকার জন্য, রুটি-রোজগারের জন্য। সেই কৃষকদের ধান, মা লক্ষ্মীর ঝাঁপি নিয়ে শপথ করে বললাম- আমরা আপনাদের আন্দোলনের পাশে ছিলাম, আছ্‌ থাকবো।”

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনধকে সমর্থন

“আমি সিঙ্গুর ভুলিনি। আমি নন্দীগ্রাম ভুলিনি। নন্দীগ্রামের সবাই আছে আমাদের সঙ্গে। সিঙ্গুরে বেচারাম মান্নারা প্রোগ্রাম করবে। কাল সমস্ত ব্লকে ব্লকে আমাদের ধর্না চলবে। কাল সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। আমরা সরকারে থেকে ২০১১ সাল থেকে কোনও বনধকে সমর্থন জানায়নি। কারণ এটা আমাদের পলিসি। কারণ বনধ করে মানুষের রুটি-রোজগার বন্ধ হলে অসুবিধা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে জানাচ্ছি যে কালকের এই বনধকে আমরা সমর্থন জানাচ্ছি।” বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পর মমতা খুব চড়া সুরে বলেন-“আপনারা দেখেছেন- আলু, পেঁয়াজ, পটল, মূলো -কত দাম বেড়েছে? আর বাড়ছে। সব কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে। দিল্লি এখন আলু খাবে। পটল খাবে। বেগুন খাবে। মূলো খাবে। মানুষকে দেবে না। তাই এটা আমাদের প্রতিবাদ কৃষকদের স্বার্থে।”

‘সিপিএম, কংগ্রেস আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো, ভাবছো এইভাবেই চলবে?’

“মনে রাখবেন আগে আলুর দাম ঠিক করতো রাজ্য সরকার। চাষিদের দাম নিয়ে যখন অসুবিধা হত তখন রাজ্য সরকার তাকে সাহায্য করতো। দাম বেশি হলে আমরা সাবসিডি দিয়ে মানুষের কাছে তা পৌঁছে দিতাম। আজকে আমাদের সব রাজ্য সরকারের হাত থেকে আলু কেড়ে নিয়েছে। পেঁয়াজ কেড়ে নিয়েছে। চাষিদের ক্ষমতা কেড়ে নিয়েছে। আগামিকাল যদি লোকে আলু না পায় কাকে ধরবে? পটল না পায় কাকে ধরবে? পেয়ঁজ না পায় কাকে ধরবে? সিপিএম, কংগ্রেস আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো, ভাবছো এইভাবেই চলবে?” সভা মঞ্চ থেকে প্রশ্ন তোলেন মমতা।

Published on: ডিসে ৭, ২০২০ @ ২১:১৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 1