সংবাদ প্রভাকর টাইমস-এর কাছে এসে পৌঁছল মৃত ৩৯জন জওয়ানের তালিকা, পাওয়া গেল দুই বাঙালির নাম

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৪, ২০১৯ @ ২১:০৮

এসপিটি নিউজ, শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারিঃ এত বড় মাপের জঙ্গিহানার ঘটনা ভারতে ঘটেনি। এক সঙ্গে এতজন জওয়ান শহীদ হয়ে যাবে অনেকেই তা ভাবতে পারছেন না। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৪০ ছাড়াতে শুরু করেছে। তবে আমাদের সংবাদ প্রভাকর টাইমস-এর কাছে ৩৯ জন নিহত বীর শহীদ জওয়ানদের তালিকা এসে পৌঁছেছে। আমরা সেই তালিকা প্রকাশ করলাম।

তালিকায় লক্ষ্য করলাম ১৮ ও ১৯ নম্বর তালিকায় দুটি বাঙালি জওয়ানের নাম যথাক্রমে-অনুপ বিশ্বাস ও ভীম সেন। তালিকাটি যেটা আমাদের হাতে এসেছে তাতে ৩৯জনের তালিকা দেওয়া হয়েছে। সিআরপিএফ ৫৪ নম্বর ব্যাটেলিয়নের পক্ষে ওসি/টিসি-র সাক্ষর রয়েছে তালিকাটিতে।

শহীদদের রক্তের এক এক ফোঁটার বদলা নেব-বিকে সিং

বিদেশ রাজ্য মন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান বি কে সিং জানিয়েছেন- “একজন সৈনিক দেশের নাগরিক। এই খবরে আমার আমার শরীরের রক্ত ফুটতে শুরু করেছে। পুলওয়ায় জওয়ানদের খুন করা হয়েছে। আমি তাদের প্রদ্ধা জানিয়ে প্রতিজ্ঞা করছি আমাদের এই বীর শহীদের রক্তের এক এক ফোটার বদলা নেব।”

উচিত শিক্কা দেওয়া হবেঃ অরুন জেটলি

কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি জানিয়েছে-“এই হামলা অত্যন্ত কাপুরুষোচিত এবং নিন্দনীয়। দেশ শহীদদের সেলাম করছে। আমরা সব শহীদ পরিবারদের সঙ্গে আছি থাকব। যারা আহত হয়েছে তাদের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জানাই। জঙ্গিদের এই জঘন্য বকাজের জন্য এমন উচিত শিক্ষা দেব যা তারা কোনও দিন ভুলতে পারবে না।”

জঙ্গিদের আমাদের সেনারা যোগ্য জবাব দেবেঃ অমিত শাহ

এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কাপুরুষের মতো ঘটনা। শশহীদদের পরিবাবের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের সেনারা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাবে। আর তাদের খুঁজে বের করে ভয়ানক জবাব দেবে।”

কাপুরুষোচিত হামলাঃ রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে জানিয়েছেন। তিনি এক ট্যুইট করে শহীদদের পরিবারের প্রতি সমবেদনা আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Published on: ফেব্রু ১৪, ২০১৯ @ ২১:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − = 6