সোপিয়ায় মুখোমুখি সংঘর্ষ-৩ জঙ্গিকে খতম করল সেনা, চলছে গুলির লড়াই

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ২৮, ২০১৯ @ ০৯:০২

এসপিটি নিউজ, শ্রীনগর, ২৮ মার্চঃ ফের শুরু হয়েছে গুলির লড়াই। জম্মু-কাশ্মীরের সোপিয়ায়। বৃহস্পতিবার ভোর রাত থেকে। সিআরপিএফ, সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে একেবারে দিশেহারা জঙ্গিরা। ইতিমধ্যে ৩জন জঙ্গিকে খতম করতে সফল হয়েছে নিরপাত্তা রক্ষীরা।

যেভাবে অপারেশন জারি রেখেছে ভারতীয় নিরাপত্তা রক্ষীরা তাতে জঙ্গিরা পালানোর পথ পাচ্ছে না। একেবারে নাস্তানাবুদ অবস্থা। দক্ষিণ সোপিয়ার কেল্লার এলাকায় মুখোমুখি সংঘর্ষে ৩ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা রক্ষীরা। এখনও পর্যন্ত খবর – ওই এলাকায় ৪ থেকে ৬জন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে। এখনও অপারেশন জারি রেখেছে নিরাপত্তা রক্ষীরা।রই মধ্যে হন্দওয়াড়ায় সেনা দুইজন জঙ্গিকে ঘিরে রেখে দিয়েছে।

ঘটনার সূত্রপাত বুধবার সোপিয়া জেলায় এক জঙ্গি স্থানীয় এক যুবককে গুলি করে হত্যা করে। পুলিশ এখবর দিয়েছে। পুলিশ জানিয়েছে, বেমনিপোরা গ্রামের বাসিন্দা তনবীর আহমেদ ডার গুরুতর জখম ছিল। তারপর তার মৃত্যু হয়। মৃত ওই যুবকের বয়স ২৪। এরপরই সিআরপিএফ, সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে জঙ্গিদের চারিদিক দিয়ে ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই। আর সেই সময় নিরাপত্তা রক্ষীদের গুলির নিশানা হয় জঙ্গিরা। ঘটনাস্থলে ভারতীয় নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হয় ৩ জঙ্গি।

Published on: মার্চ ২৮, ২০১৯ @ ০৯:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4