মিশন শক্তিঃ মোদির বিরুদ্ধে মমতা ক্ষোভ দেখালেও প্রধানমন্ত্রীর সাহসিকতার তারিফ করছেন ইসরোর প্রাক্তন প্রধান

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ২৮, ২০১৯ @ ০০:২৯

এসপিটি নিউজ ডেস্কঃ প্রথমে পুলওয়ামা, পরে বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক এবং আজ মিশন শক্তির সফল উৎক্ষেপন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি-ভঙ্গের অভিযোগ আনলেন। মিশন  শক্তির সফল উৎক্ষেপনের পর মোদির ভাষণ নিয়ে আপত্তি প্রকাশ করে মমতা ক্ষোভ উগরে দিয়ে বলেন- মিশন শক্তি সফল হয়েছে এর কৃতিত্ব মোদি কেন নেবেন এর সব কৃতিত্বই তো দেশের মহাকাশ বিজ্ঞানীদের। ডিআর ডিও-র। তাই তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মমতা। অথচ সেই প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই ডিআরডিও ও ইসরোর প্রাক্তন প্রধানরা।

প্রধানমন্ত্রী সাহস দেখিয়েছেন- ডিআরডিও’র প্রাক্তন প্রধান ভিকে সারস্বত

১) ডিআরডিও ২০১২ সালে মিশন শক্তির পরিকল্পনা পেশ করেছিল ডিআরডিও। সেই প্রসঙ্গে বলতে গিয়ে ডিআরডিও’র প্রাক্তন প্রধান ভিকে সারস্বত বলেন-“জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছে প্রক্লপ নিয়ে বিস্তারিতভাবেই পরিকল্পনা তুলে ধরেছিলাম। সেইসময় আলোচনাও হয়েছিল। মন দিয়ে শোনেনও তারা। দুর্ভাগ্যবশতঃ সেইসময় সরাকারের (ইউপিএ) কাছ থেকে ইতিবাচক সাড়া পাইনি। তাই অগ্রসর হইনি।” এরপর তিনি যোগ করেন-“সতীশ রেড্ডি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী মোদির  কাছে এটি ফের পেশ করেন। প্রধানমন্ত্রী সাহস দেখিয়েছেন। তিনি প্রকল্পটির অনুমোদন দেন। ”

“সাহসিকতা দেখিয়েছেন মোদি, বিশ্বকে আমাদের ক্ষমতা দেখাতে চেয়েছেন”

২) একই সুর শোনা গেছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ায়ের গলাতেও। তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কি বলেছেন শুনুন- “চিন যে বছর অর্থাৎ ২০০৭ সালে একটি পুরনো আবহাওয়া উপগ্রহকে ধ্বংস করেছিল সেইসবছর ভারতের হাতেও সেই একই প্রযুক্তি ছিল। ইসরো-ডিআরডিও’র প্রযুক্তি দিয়েই তা পরীক্ষা করা যেত। সরকারি অনুমতি পেলে ২ বছরেই প্রকল্পটি শেষ করে ফেলতে পারতেন বিজ্ঞানীরা।তখন রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। এখন সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পেরেছেন নরেন্দ্র মোদি। উনি বিশ্বকে আমাদের ক্ষমতা দেখাতে চেয়েছেন।”

মমতা বলছেন এটা ‘সীমাহীন নাটক’

৩) মিশন শক্তির সফল উৎক্ষেপন করে ভারত যখন বিশ্বের সুপার ফোর এলিট স্পেস টিমে নাম লিখিয়ে ফেলেছে যখন দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় ভরিয়ে দিচ্ছে তাঁর সাহসিকতার তারিফ করছেন ঠিক তখন কলকাতায় সাংবাদিক সম্মলেনন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন- “তিনি এ ব্যাপারে নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি-ভঙ্গের অভিযোগ জানাবেন কমিশনে। এরপর তাঁর ক্ষোভ-মিশন শক্তি করেছে তো ডিআরডিও। এখানে নরেন্দ্র মোদির কৃতিত্ব কোথায়। তিনি কেন এসব নিয়ে বলছেন। প্রধানমন্ত্রী এট নিয়ে বলতে পারেন না। বিজ্ঞানীদের এটা বলা উচিত। কারণ এটা তাদের কৃতিত্ব।”

Published on: মার্চ ২৮, ২০১৯ @ ০০:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 − 65 =