পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মুদাসির খতমঃ ২১ দিনে ১৮ জঙ্গির মৃত্যু

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১১, ২০১৯ @ ২০:৩৯

এসপিটি নিউজ, শ্রীনগর, ১১ মার্চঃ পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তা বাহিনী ২১ দিনে ১৮জন জঙ্গিকে খতম করতে সফল হয়েছে। ত্রালে মুখোমুখি সংঘর্ষে জৈশ-ই-মহম্মদের তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে। এর মধ্যে হামলার মাস্টারমাইন্ড মুদাসির আহমদ খান(২৩)এবং কামরানও আছে। একজন জঙ্গি খাদিল পাকিস্তানিও ছিল। এই মুদাসির জওয়ানদের উপর হামলার পরিকল্পনায় গাড়ি আর বিস্ফোরন জোগাড় করেছিল।

সাংবাদিক সম্মেলনে সেনার লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং বলেন-“মৃত ১৯জন জঙ্গির মধ্যে ১৪জন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। এর মধ্যে আছে ৮জন পাকিস্তানি। জানুয়ারি থেকে এ পর্যন্ত টানা ৭০ দিনে ৪৪জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। সিআরপিএফ-এর আইজি জুলফিকার হাসান বলেন- আমরা ঘাঁটির সন্ধান পেয়েছি জৈশ-কে খতম করা জন্য। কিন্তু এখনও সেকাজ সম্পূর্ণ হয়নি। এই মুহূর্তে জঙ্গিতে যোগদানের প্রবণতা অনেকটাই কম দেখা যাচ্ছে। তাদের সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় ঘর

১) পুলিশ আধিকারিকরা বলেন-ত্রাল এলাকার পিংলিশ গ্রামের জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল বলে খবর মিলেছিল। সেই খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। এই সময় লুকিয়ে থাকা একটি ঘর থেকে এক জঙ্গি গুলি চালাতে থাকে। বেশ কিছু সময় অপেক্ষা করার পর নিরাপত্তা বাহিনী সেই ঘরটিকেই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। সোমবার সকালে তিন জঙ্গির মৃতদেহ পাওয়া যায়। মৃতদের কাছে প্রচুর পরিমানে গোলা-বারুদ মজুত ছিল বলে প্রমাণ মিলেছে।

ইলেকট্রিশিয়ান ছিলেন জঙ্গি মুদাসির

১) ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) র আধিকারিকরা বলেন- গত ১৪ই ফেব্রুয়ারি সিআরপিএফ কভয়ের উপর আত্মঘাতী হামলার আগে মুদাসিরের সঙ্গে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারের সঙ্গে সম্পর্ক রেখে চলছিল। এই হামলায় ৪০জন জওয়ান শহীদ হয়েছেন। মুদাসির গ্র্যাজুয়েশন এবং ইলেকট্রিশিয়ান-এর ডিপ্লোমা করেছিল। সে ২০১৭ সালে মাসুদ আজহারের জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ-এ যোগ দেয়। সে এই জঙ্গি সংগঠনের কম্যান্ডার ছিল। এই মুদাসির ২০১৮ সালে সেনা শিবিরে হামলার ঘটনাতেও যুক্ত ছিল।

২) (NIA) র সূত্র অনুসারে জানা গেছে সিআরপিএফ-এর উপর হামলার জন্য জঙ্গিরা একটি মারুতি ইকো কাজ ব্যবহার করেছিল। জৈশের জঙ্গি সাজ্জাদ ভট এই হামলার ১০দিনে আগে গাড়িটি কিনেছিল। এরপর থেকে সে পলাতক। ইতিমধ্যে (NIA) র দল মুদাসির ও সাজ্জাদের ঘরে তাদের খোঁজে তল্লাশি চালিয়েছে।

Published on: মার্চ ১১, ২০১৯ @ ২০:৩৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 + = 30