সেঞ্চুরি করলেন কল্যাণী ঘোষ, বারাকপুর বৃদ্ধাশ্রমে কেক কেটে পালিত হল ১০০তম জন্মদিন

Main এসপিটি এক্সক্লুসিভ দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৬, ২০২২ @ ০১:০০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, বারাকপুর, ৬ জানুয়ারি: হ্যাঁ, তিনি অনেকের কাছেই অপরিচিত, কিন্তু তবু তিনি এক মহান ব্যক্তিত্ব-মহীয়সী নারী। নাম তাঁর কল্যাণী ঘোষ। আজ তিনি তাঁর জীবনে ১০০ বছর স্পর্শ করলেন, সেঞ্চুরি করলেন। বারাকপুর বৃদ্ধাশ্রমে এই মহীয়সী নারীকে যথাযথ সম্মান জানিয়ে কেক কেটে ১০০তম জন্মদিন পালন করলেন বারাকপুরে সকলের প্রিয় সমাজসেবী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।সম্রাটের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধাশ্রমের অন্যান্য আবাসিকরাও।

ফুলের মালা পরিয়ে, কেক কেটে যথাযথ সম্মান জানিয়ে শ্রদ্ধেয়া কল্যাণী ঘোষের ১০০তম জন্মদিন আপ্লিত হল বুধবার বারাকপুর বৃদ্ধাশ্রমে। সম্রাট তপাদার জানান, বারাকপুর বৃদ্ধাশ্রমে এমন একজন মানুষকে কাছে পেয়ে আমরা সকলেই আজ গর্বিত এবং আনন্দিত। আমরা নিয়মিত এখানে আসি, আবাসিকদের পাশে থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করি। সারা বছর ধরেই তাদের আমরা সমস্ত রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিয়ে চলি।আমরা নিজের বাবা-মায়ের সঙ্গে যেমনভাবে চলি এখানকার বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গেও সেভাবে সম্মান দিয়ে চলি। তাদের ভিতর জমে থাকা সমস্ত দুঃখ-কষ্ট থেকে মানসিকভাবে হালকা রাখার চেষ্টা করি। তেমনই একজন হলেন শ্রদ্ধেয়া কল্যাণী ঘোষ। আজ তিনি তাঁর জীবনে ১০০ বছর পূর্ণ করলেন। এমন একজন মহিয়সী নারীকে আমরা এত কাছ থেকে দেখছি, যা আমাদের কাছে এক বড় পাওনা। স্বাধীনতার যুগের সেইসব নারীরা আজ তো নেই বললেই চলে। তাদের মধ্যে একজন কল্যাণী ঘোষ, যিনি আজও সমানভাবে দৃঢ়, প্রত্যয়ী। এমন একজন মানুষের জন্মদিন পালন করতে পারে আমরা আজ গর্বিত, তাও আবার এমন একটা দিনে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও জন্মদিন। এই অনুষ্ঠানের ফাঁকেই দিদির জন্মদিন সারলাম সবাই মিষ্টিমুখ করে।তিনি আমাদের শিখিয়েছেন যোগ্য মানুষকে সম্মান দিতে, তিনি শিখিয়েছেন বয়স্কদের যথাযথ সম্মান জানাতে। আমরা তাঁরই দেখানো পথে এদিন কোভিড বিধি মেনে এই অনুষ্ঠান করলাম।

এর আগে পূর্ব ভারতে ২০১৬ সালে আসামের এক বৃদ্ধাশ্রমে অরুণা মুখোপাধ্যায়ের ১০০তম জন্মদিন পালিত হয়েছিল। এরপর আর কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই।

এ এক এমন সময় যখন সারা বিশ্বে করোনা মহামারীর তান্ডবে জর্জরিত মানুষ। ঠিক সেই সময় বারাকপুর বৃদ্ধাশ্রমে শ্রদ্ধেয়া কল্যাণী ঘোষের ১০০তম জন্মদিন পালন যথেষ্ট প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। কারণ, আজ থেকে ১০০ বছর আগের সেই ১৯২২ সালের কথা স্মরণ করলে উঠে আসবে অনেক কথা। একাধিক ঐতিহাসিক ঘটনা। যার মধ্যে উল্লেখযোগ্য, ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরার নারকীয় ঘটনা, যেখানে প্রায় তিন হাজার জন পুলিশকে হত্যা করা হয়েছিল। সেই বছরেই ১১ মার্চ মোহনদাস গান্ধীকে রাষ্ট্রদ্রোহের দায়ে বম্বেতে গ্রেফতার করা হয়েছিল। ১৮ মার্চ তাকে ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল। আর দি ব্যানার্জর তত্ত্ববধানে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল সেই বছরেই। সেই ঐতিহাসিক ১৯২২ সালেই ৫ জানুয়ারি জন্মেছিলেন কল্যাণী ঘোষ।দেশের স্বাধীনতার বহু ঘটনার সাক্ষী থেকেছেন এই মহীয়সী নারী।আজ তিনি বৃদ্ধাশ্রমের একজন সাধারণ আবাসিক।কিন্তু সম্রাট তপাদার এই মহীয়সী নারীকে তাঁর যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। আর তিনি করোনা বিধি মেনেই শ্রদ্ধেয়া কল্যাণীদেবীর ১০০তম জন্মদিন পালন করেছেন অন্যান্য বৃদ্ধ-বৃদ্ধা আবাসিকদের সঙ্গে নিয়ে।

Published on: জানু ৬, ২০২২ @ ০১:০০

 


শেয়ার করুন