চিন থেকে আনা সোনা পাচার করতে গিয়ে শিলিগুড়িতে গ্রেফতার সিকিমের ব্যবসায়ী

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২২:৫৫

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২২সেপ্টেম্বরঃ নিজের ব্যবসায়িক পরিচিতিকে পাচারের কাজে ব্যবহার করতে গেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ২৭ কেজি সোনা, নগদ ১০ লক্ষ টাকা সমেত কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের হাতে গ্রেফতার হয়ে গেলেন সিকিমের ব্যবসায়ী এসটি ভুটিয়া। তিনি আবার নাথুলা বর্ডার ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতিও।

জানা গেছে, ধৃত এসটি ভুটিয়া সিকিমের হস্তশিল্পের একজন রফতানিকারক ব্যবসায়ী।নাথুলা বর্ডার ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতিও। এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সুবাদে চিনে তাঁর নিয়মিত যাতায়াতও ছিল। ফলে সেখানকার সোনা এদেশে পাচার করার জন্য তার কোনও সমস্যা হতো না। এমনটাই মনে করেছিলেন তিনি।

রাজস্ব গোয়েন্দা সুত্রে জানা গেছে, তাদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মতো তারা অপেক্ষায় ছিলেন।শুক্রবার রাতে সিকিম থেকে আসা একটি ডাস্টার গাড়ি শিলিগুড়ি ঢুকতেই সেটিকে আটক করে তারা। চালানো হয় গাড়িতে তল্লাশি। সেখান থেকেই উদ্ধার করা হয় এক কেজি ওজনের ২৭টি সোনার বাট অর্থাৎ মোট ২৭কেজি সোনা। সেইসঙ্গে নগদ ১০লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন রাজস্ব দফতরের গোয়েন্দারা।

পাচারের জন্য ব্যবহৃত গাড়িটিকেও আটক করা হয়েছে।১৯৬২কাস্টমস আইন অনুযায়ী ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে রাজস্ব গোয়েন্দা দফতর। একই সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা শুরু করেছে তারা।

Published on: সেপ্টে ২২, ২০১৮ @ ২২:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 8