কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, কালিম্পং-কে পিছনে ফেলে পানাগড়ে পারদ নামল ৭.৯ ডিগ্রিতে

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৫, ২০২২ @ ২১:৪২

এসপিটি নিউজ, কলকাতা, ৫ জানুয়ারি:  এবার ঠান্ডার রেশ বেশ কয়েকদিন ধরে চলছে। তাপমাত্রার পারদ ১০ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। তবে দশ ডিগ্রির নীচেও সর্বনিম্ন তাপমাত্রা একাধিক জায়গায় দেখা গিয়েছে। আজ একাধিক জায়গায় সকাল থেকে খুব ঘন কুয়াশা পড়ে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আজ সমতলে পানাগড়ে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, মালদা, কোচবিহার, বীরভূম, পূর্ব, বর্ধমান (ক্রাউডসোর্সিং), পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়েছে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়েছে। তবে সারা রাজ্যে আবহাওয়া শুষ্ক ছিল।

উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দু-এক জায়গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা প্রশংসনীয়ভাবে কমেছে।রাজ্যের অন্য কোথাও বড় কোনো পরিবর্তন ঘটেনি।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা দুটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম এবং রাজ্যের অন্য কোথাও স্বাভাবিক ছিল।

রাজ্যের সমভূমিতে পানাগড় (পশ্চিম বর্ধমান) এ সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।প্রধানত উত্তর/উত্তর-পশ্চিমী বাতাসের ফলেই এই ঠান্ডা বলে মনে করছে আবহাওয়া দফতর। আজ রাজ্যে প্রধান কয়েকটি জায়গার উল্লেখযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা-

আসানসোল-৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া-১১.২, বারাকপুর-১০.৪, বসিরহাট-১১.০, বহরমপুর-১০.০, বর্ধমান-১০.৮, ক্যানিং-১২.৪, কাঁথি-১১.২, ডায়মন্ড হারবার-১২.৭, দীঘা-১১.৪, দমদম ও কলকাতা- ১২.৬, হলদিয়া-১৩.১, কলাইকুণ্ডা-১০.৫, কৃষ্ণনগর-১০.০, মেদিনীপুর-১২.১, পানাগড়-৭.৯, পুরুলিয়া-৯.৫, সল্টলেক-১২.৯, শ্রীনিকেতন-৯.৬, উলুবেড়িয়া-১২.২, বালুরঘাট-১১.৮, কোচবিহার-৮.৯, দার্জিলিং-৪.৪, জলপাইওগুড়ি-১০.১, কালিম্পং-৮.০, শিলিগুড়ি-৯.২ ডিগ্রি সেলসিয়াস।

Published on: জানু ৫, ২০২২ @ ২১:৪২


শেয়ার করুন