সুরাটে কোচিং সেন্টারে আগুন, ১৫ ছাত্র সহ ১৯জনের মৃত্যু

Main দেশ
শেয়ার করুন

Published on: মে ২৪, ২০১৯ @ ২২:৪৭

এসপিটি নিউজ ডেস্কঃ শুক্রবার গুজরাটের সুরাটে এক কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯জন ছাত্রের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুরাটের তক্ষশিলায় অবস্থিত একটি বিল্ডিং-এর দ্বিতীয় তলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আগুন লাগার মূল কারণ খুঁজে বার করার কথা বলেছেন গুজরাট সরকারকে।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। সেই মতো মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই দুর্ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দুঃখ প্রকাশ করেছেন। দলের কার্যকর্তাদের বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। সুরাটের পুলিশ কমিশনার সতীশ কুমার মিশ্র জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, কমপ্লেক্সের দ্বিতীয় তলে কোচিং সেন্টারে এই আগুন লাগে।এর ফলে কিছু ছাত্র নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছে। ঘটনাস্থলে দমলের ১৮টি গাড়ি পৌঁছয়। কঠিন পরিস্থিতির মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।

সুরাটের বিশাল এক ভবনে শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। তাতে শিশু সহ ১৯জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার এই ঘটনার দায় চাপিয়েছে সুরাট মহানগর পালিকার উপর। সেই মতো দমকল বিভাগ জানিয়েছে বিল্ডিং-এর ছাদের উপর টায়ার পড়েছিল।

সুরাটের সরথানা এলাকায় তক্ষশিলা বিল্ডিং-এ শুক্রবার দুপুরে আগুন লেগে যায়। সেখানে স্মার্ট ডিজাইনিং এবং টিউশন ক্লাস চলছিল। আগুন মুহূর্তের মধ্যে ছাদে চলে যায়। যার ফলে ধোঁয়া চারিদিকে ছড়িয়ে যায়। যার ফলে ১৫ বাচ্চা সমেত ১৯জন দম আটকে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলতে থাকা তিনজনের অবস্থা খুবই খারাপ।

Published on: মে ২৪, ২০১৯ @ ২২:৪৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − 82 =