পশ্চিমবঙ্গে আজ তাপমাত্রার বড় পরিবর্তন ঘটেনি, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৫, ২০২১ @ ২০:৫৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ ডিসেম্বর:  ঠান্ডার তীব্রতা না থাকলেও আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় পরিবর্তন হয়নি। তবে কাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ রাজ্যের বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির এক বা দু’টি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। উপ-হিমালয় পশ্চিমবঙ্গের মালদা জেলার এক বা দু’টি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের নীচে এবং অন্যত্র স্বাভাবিক।

হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল সিকিমের এক বা দুই জায়গায় বৃষ্টি বা তুষারপাত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার এক বা দুই জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।একই পরিস্থিতি চলতে পারে সোমবারও।

তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলার পাশপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে এক বা দুই জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলির উপর এক বা দুটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আজ রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে- আসানসোলে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ১২, বারাকপুর ১২.৮, বহরমপুর ১০.৬, বর্ধমান ১৩.৪, ক্যানিং ১৩.৪, কাঁথি ১১.০, ডায়মন্ডহারবার ১৪.৪, দিঘা ১২.৯, দমদম ১৪.৭, হলদিয়া ১৪.৭, কলাইকুণ্ডা ১১.২, কলকাতা ১৪.৪, কৃষ্ণনগর ১২.৮, মেদিনীপুর ১৩.১, পানাগড় ১১.৩, পুরুলিয়া ৯.৫, সল্টলেক ১৪.৫, শ্রীনিকেতন ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ৩.৪, কালিম্পং ৮.০, কোচবিহার ৭.৬, জলপাইগুড়ি ১০.০, বালুরঘাট ১১.৮, মালদা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

Published on: ডিসে ২৫, ২০২১ @ ২০:৫৫


শেয়ার করুন