সিমলায় শুরু গ্রীষ্মকালীন উৎসব- প্রায় ৬৫জন মেয়েদের নাচের মাধ্যমে কন্যা সন্তান রক্ষার বার্তা

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুন ৩, ২০১৯ @ ২৩:৩১

এসপিটি নিউজ, সিমলা, ৩জুন: হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় রিজ ময়দানে গ্রীষ্মকালীন উৎসবের সূচনা উপলক্ষে সোমবার শহর ও গ্রামীণ এলাকার প্রায় ৬৫০জন মহিলাদের নিয়ে নৃত্য পরিবেশইত হয়। যার মাধ্যমে কন্যা সন্তান রক্ষা করার বার্তা দেওয়া হয়। নৃত্য দুপুর ২টো থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত চলে।

এসব এলাকার মেয়েরা অংশ নেয়

চৌপাল, ঠিয়োগ, মশোবরা, বসন্তপুর, সিমলা, রামপুর, ননখরি, ছৌহরা, রোহডু, জুব্বল এবং কুমারসেনের মহিলারা এই নৃত্যের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই নাচে মূলতঃ অঙ্গনওয়াড়ির মেয়েরাই অংশ নিয়েছিলেন। এদের মূল উদ্দেশ্য ছিল ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ সচেতনতা বৃদ্ধি করা।গ্রীষ্মকালীন উৎসব উপলক্ষে সিমলা শহরের নানা জায়গাত নানা ধরনের অনুষ্ঠানের আয়জন করা হয়েছে।

রাত ১২টা পর্যন্ত চলবে শেষ সন্ধ্যা

প্রথম স্টার নাইটে ইন্ডিয়ান আইডল ফেম কৃতিকা তনভর, অনুজ শর্মা তথা পার্শব গায়িকা ডা. মমতা যোশী মূল আকর্ষণ হবে। দ্বিতীয় সন্ধ্যায় পাহাড়ি গায়ক্রা থাকবেন। যার মধ্যে শিল্পী ভিক্কি চৌহান, নরেন্দ্র ঠাকুর, হেমন্ত শর্মা, লোকেন্দ্র চৌহান মানুষদের আনন্দ দেবেন। শেষ সন্ধ্যার জলসা রাত ১২টা পর্যন্ত চলবে। যাতে উসম গায়িকা মধুশ্রী ভট্টাচার্য এবং ফারহান সাবরী তাদের যাদু পরিবেশন করবেন।

Published on: জুন ৩, ২০১৯ @ ২৩:৩১

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =