১৫ বছর বাদে রোটাং থেকেই এবার উচ্চ পর্বত শৃঙ্গ দেখা যাবে

দেশ ভ্রমণ
শেয়ার করুন

এই বছর, এপ্রিল-মে মাস থেকেই রোটাং পাসে বরফের রূপালী সৌন্দর্য থেকে পর্যটন ব্যবসা বড় আকার নিয়েছে।

প্রায় ১৫ বছর পর মানালিতে তুষারপাত ফিরে এসেছে। ফলে দেশি-বিদেশি পর্যটকরা দীর্ঘ সময় ধরে বরফের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

Published on: জুন ৪, ২০১৯ @ ১৯:৩৫

এসপিটি নিউজ, সিমলা, ৪ মে: বরফে সজ্জিত মানালিতে আসা পর্যটকদের জন্য খুশির খবর। এ বছর পর্যযটন জুলাই মাসেই বরফে সেজে উঠবে। প্রায় ১৫ বছর বাদে রোটাং থেকে উঁচু পাহাড় দেখার সৌভাগ্য মিলতে চলেছে। যেখানে ২০১৪ এবং ২০১৭ সালে শীতের সময় ভারি ধরনের তুষারপাত হয়েছিল, কিন্তু এ বছর আবহাওয়া খুব খারাপ থাকে এবং ঠান্ডা দীর্ঘ সময় চলে। মার্চ এবং এপ্রিল মাসেও বরফের চাই ভাঙতে দেখা দেখা গিয়েছে। এই রোটাং পাসে প্ররযাপ্ত বরফ জমা হয়েছে। এনজিটি-র আদেশের ফলে এখানে কিছু গতিবিধি বন্ধ করে দেওয়ায় বরফ আরও বেশি করে দেখার সুযোগ মিলেছে।

কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা

বর্ডার রোডস অর্গানাইজেশন রোটাং পাসকে স্বাভাবিক করতে এখানে পর্যটকদের মেলা বসে যায়। পাসে বহু পর্যটকদের গতিবিধি চলতে থাকে। স্নো স্কুটার, মাউন্টেন বাইক, স্নো স্কী -র মতো বস্তুতে পর্যটকদের দাপাদাপিতে বরফ খুব তাড়াতাড়ি পিচ্ছিল অথবা ক্ষয়ে যায় কিন্তু এবার ব্যতিক্রম। এ্নজিটি-র আদেশ অনুসারে এবার এসব কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়। এবার ঠান্ডায় বরফও অনেক বেশি জমেছে। সেই সঙ্গে পর্যটকদেরও রোখা গিয়েছে।

পর্যটন ব্যবসা সাফল্যের মুখ দেখবে

এই বছর, এপ্রিল-মে মাস থেকেই রোটাং পাসে বরফের রূপালি সৌন্দর্য থেকে পর্যটন ব্যবসা বড় আকার নিয়েছে। এমনকি জুলাই ও আগস্ট মাসেও পর্যটনের রোটাং পাসে তুষারের কারণে পর্যটন ব্যবসা প্রসারিত হবে। এক সর্বভারতীয় হিন্দি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে মানালিতে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি আনুপ ঠাকুর জানিয়েছেন,  প্রায় ১৫ বছর পর মানালিতে তুষারপাত ফিরে এসেছে। পাসে বরফ হওয়ার ফলে দেশি-বিদেশি পর্যটকরা দীর্ঘ সময় ধরে বরফের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ধাক্কাধাক্কি-হুড়োহুড়ি থেকে বাঁচতে চাইলে জুলাইয়ের প্রথম সপ্তাহে চলে আসুন মানালি। তাহলে অনেক স্বস্তিতে দেখতে পাবেন বরফের সৌন্দর্য। কারণ, এরপর পুজোর মরশুমের সময় মানালিতে বরফের সৌন্দর্য দেখার জন্য হুড়হুড়ি পড়ে যাবে। কারণ পর্যটকদের জন্য এখানে মজুত রাখা হয়েছে ১২০০ গাড়ি। এতে পর্যটকরা আরামে বরফের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তবে পর্যটকরা যদি জুলাইয়ের প্রথম সপ্তাহে চলে আসেন তাহলে তারা নিশ্চিন্তে বরফের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য চমৎকার সুবিধা

প্রশাসন ভরসা যোগাতে বদ্ধপরিকর। রোটাং পাসে কোন ধরনের পর্যটন কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকরা শুধুমাত্র রোমাঞ্চমূলক ক্রীড়া উপভোগ করতে পারেন। এই সময়, রোটাং পাসে তুষারপাতের একটি গাদা রয়েছে। জুলাই-আগস্টে স্যালনটিও বরফ হতে পারে।এবার রোটাং পাসে বরফের গাদা জমেছে। পর্যটকরা জুলাই-আগস্ট মাসে এলেও বরফের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

Published on: জুন ৪, ২০১৯ @ ১৯:৩৫

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

97 − = 87