অরুণাচলের পথে ১৩জনকে নিয়ে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান

দেশ
শেয়ার করুন

Published on: জুন ৩, ২০১৯ @ ১৭:০১

এসপিটি নিউজ ডেস্ক: ভারতীয় বায়ুসেনার সঙ্গে সম্পর্ক থাকা এমনই এক বড় ধরনের দুঃসংবাদ সামনে এসেছে। সুত্র জানিয়েছে, বায়ুসেনার AN-32 বিমান আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর নিখোঁজ হয়ে যায়। যেখানে মোট ১৩জন ছিলেন। এভাবে রহস্যজনকভাবে বায়ুসেনার বিমান নিখোঁজের বিষয়ে গোটা দেশে হইচই পড়ে গিয়েছে। বিমানটির খোঁজে বিশেষ দল পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, জোরহাট থেকে বেলা ১২টা ২৫মিনিটে বিমানটি উড়ে যায়। দুপুর একটা নাগাদ বিমানটির সঙ্গে সম্পর্ক স্থাপন করা গিয়েছিল। এর পর থেকে বিমানটির সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।বায়ুসেনার সূত্র অনুসারে, বিমানটিতে আটজন ক্রু সদস্য ও পাঁচজন যাত্রী ছিলেন। বিমানটিকে খুঁজে বের করতে সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে।তবে এখনও পর্যন্ত বিমানের সঙ্গে যুক্ত কোনও তথ্যই সামনে আসেনি।

তিন বছর আগেও নিখোঁজ হয়েছিল AN-32 বিমান

এর আগে ২০১৬ সালে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়াত যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল AN-32 বিমান। যেখানে ১২জন জওয়ান, ৬জন ক্রু সদস্য, ১জন নৌসেনা, ১জন সেনার জওয়ান এবং এক পরিবারের ৮জন সদস্য ছিলেন। এদের খোঁজে এক সাব মেরিন, আটটি বিমান এবং ১৩টি পোত লাগানো হয়েছিল। এই বিমানটির নিখোঁজ হওয়ার ঘটনা মিথ হয়ে গিয়েছিল। এতে না মিলেছিল বিমানের খোঁজ, না যাত্রী।

কি এই AN-32 বিমান, জেনে নিন

AN-32 বিমান-এর পুরো নাম ANTONOV-32. এতে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফটের দু’টি ইঞ্জিন লাগানো হয়। এই বিমান ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমানে ‘টেক অফ’ করতে পারে এবং ১৪,৮০০ ফুট উঁচুতে উড়তে পারে। এই বিমানে পাইলট, কো-পাইলট, গনর, নেভিগেটর এবং ইঞ্জিনিয়র সমেত ৫জন ক্রু-সদস্য থাকে। এতে সবচেয়ে বেশি ৫০জন মানুষ সোয়ার করতে পারেন।

AN-32 বিমান ভারতীয় বায়ুসেনার মাঝারি মানের বিমান সেবার জন্য রাখা হয়েছে। ভারতীয় বায়ুসেনার অধীনে এই মুহূর্তে প্রায় ১০০টি AN-32 বিমান আছে। এগুলি বিশেহ করে পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তে বিশ্বে প্রায় ২৪০টি বিমান সক্রিয় আছে। এর মধ্যে ভারতীয় বায়ুসেনা ছাড়াও শ্রীলঙ্কা, অ্যাঙ্গোলা এবং ইউক্রেন-এর কাছে এই বিমান আছে।

Published on: জুন ৩, ২০১৯ @ ১৭:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =