ভারতীয় সেনায় কর্মরত নন্দীগ্রামের যুবকের মৃত্যু উত্তরপ্রদেশে

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২০:০৪

এসপিটি নিউজ, নন্দীগ্রাম, ১ সেপ্টেম্বরঃ মাত্র পাঁচ বছর আগে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের যুবক বুদ্ধদেব পন্ডা। সব ঠিকঠাকই চলছিল এতদিন।কিন্তু শুক্রবার রাতে পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্য সংবাদ সব কিছু ওলোট-পালোট করে দিল।

জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লকের চিল্লোগ্রাম থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বুদ্ধদেব পন্ডা। বাড়িতে স্ত্রী ও একটি নাবালক পুত্র আছে। আছেন বাবা বিবেকানন্দ পন্ডা। তিনিজমিতে শ্রমিকের কাজ করেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে।

এতদিন বড় ছেলে বুদ্ধদেব ছিল বড় ভরসা। কিন্তু ছেলের মৃত্যু সংবাদ এই পরিবারটির রাতেজ ঘুম কেড়ে নিয়েছে। গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া। কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে তা জানা নেই বিবেকানন্দবাবুর। চোখের জল মুছতে মুছতে বলছিলেন, নাতি-পুত্রবধূকে নিয়ে এখন পথে বসা ছাড়া কোনও গতি নেই।

জানা গেছে, উত্তরপ্রদেশের লক্ষৌতে কর্মরত ছিলেন ছেলে বুদ্ধদেব পন্ডা। খবর আসে, শুক্রবার বিকালে নিজের ইউনিটে বিদ্যুৎ পৃষ্ট হয়। এরপর তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই মৃত্যু হয় তার।

Published on: সেপ্টে ১, ২০১৮ @ ২০:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

90 − = 89