সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করল ডিভিশন বেঞ্চ, অনিশ্চিত হয়ে পড়ল বিজেপির রথযাত্রা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২১, ২০১৮ @ ২২:২০

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ডিসেম্বরঃ বিজেপির রথযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত হয়ে গেল। গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রথযাত্রা কর্মসূচির যে রায় দিয়েছিল সিঙ্গল বেঞ্চ শুক্রবার ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়ে মামলা ফের পুনর্বিবেচনার জন্য সিঙ্গল বেঞ্চেই পাঠাল। এর ফলে রথযাত্রা কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়ল।তবে বিজেপি সূ্ত্রে খবর, সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে যেতে পারে বিজেপি।

গতকালের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবারই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। এদিন শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের বেঞ্চে।এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিল করা খামে সব জেলার গোয়েন্দা রিপোর্ট জমা দেওয়া হয়েছিল সিঙ্গল বেঞ্চে মামলা চলার সময় তা বিচারপতি তপোব্রত চক্রবর্তী খুলেই দেখেননি। ডিভিশন বেঞ্চ মনে করে, রিপোর্টগুলি খুঁটিয়ে দেখার দরকার ছিল। সেই যুক্তি সামনে রেখেই মামলা তাই ফের সিঙ্গল বেঞ্চেই পাঠাল ডিভিশন বেঞ্চ।

এদিন আদালতে শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন-“আপনারা কেন রথ আটকাতে চাইছেন?যুক্তিগ্রাহ্য কোনও কারণ আছে কি?” জবাবে এজি বলেন-“আমরা তো কাল হলফনামা দিতে চেয়েছিলাম।তা দিতে দেওয়া হয়নি। গোয়েন্দা রিপোর্ট খতিয়ে দেখা হয়নি।সব রিপোর্ট দেখা হয়নি।”

এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের কাজ সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া, তা সে যেভাবেই হোক। জেলায় জেলায় আইন অমান্য হবে। এটা গণতন্ত্র বাঁচাও যাত্রা।” অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ-“এ রথযাত্রা না বিজেপির বিদায় যাত্রা বোঝা যাচ্ছে না।”

Published on: ডিসে ২১, ২০১৮ @ ২২:২০

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = 85