মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কড়া বার্তা দিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন

Main রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: জুন ১৩, ২০১৯ @ ১৫:৪৪

এসপিটি নিউজ, কলকাতা, ১৩জুন:  আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কড়া বার্তা দিয়ে রোগীদের পাশে দাঁড়িয়ে হাসপাতালের জরুরী বিভাগের পরিষেবা চালু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এসএসকেএম হাসপাতালে পৌঁছে তিনি সাহ জানিয়ে দেন চার ঘণ্টার মধ্যে আপনারা কাজে যোগ দিন না হলে আপনাদের বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা নেওয়া হবে। রোগীর পরিষেবা বন্ধ করে কোনও আন্দোলন নয়।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসএসকেএম হাসপাতালে পৌঁছন তখন তাঁকে উদ্দেশ্য করে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘শেম শেম’ স্লোগান দিতে থাকেন জুনিয়র  ডাক্তাররা। এরপর মুখ্যমন্ত্রী সোজা ঢুকে যান জরুরী বিভাগে। সেখানে তিনি রোগীদের সঙ্গে দেখা করেন। তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।

মুখ্যমন্ত্রী এরপর ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন- “এসব কি হচ্ছে? পরিষেবা না দিলেন এরা কিসের ডাক্তার? এখানে যেসব রোগীরা গত কয়েকদিন ধরে বিনা চিকিৎসায় পড়ে আছে। যার উপর হামলা হয়েছিল তাঁর চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে।পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তারপরেও জুনিয়র ডাক্তাররা পরিষেবা বন্ধ করে রেখেছে।কিছু নেতা এখানে হিন্দু-মুসলমান করে বেড়াচ্ছে। এরা ডাক্তার! এরা সব আউট-সাইডার।”

এরপর মুখ্যমন্ত্রীর আন্দোলন্রত জুনিয়র ডাক্তারদের করা হুঁশিয়ারি দিয়ে বলেন- “আপনারা চার ঘণ্টার মধ্যে কাজে যোগ দিন। তা না হলে আমি আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। যারা কাজে যোগ দেবেন তারা থেকে যাবেন। আর যারা কাজে যোগ দেবেন না তাদের বিরুধা সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। আর তারা হস্টেল খালি করে দেবেন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন- সব জুনিয়র ডাক্তার খারাপ নয়। যারা বাঙালকে ভালবাসে তারা এসব করছে না। বাইরে থেকে আসা কয়েকজন বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। এসব এখানে চলতে দেব না। রোগীর পরিষেবা বন্ধ রাখা যাবে না।”

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন- ” গত পরশু স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি পাঠিয়েছিলাম এনআরএস হাসপাতালে। সেখানে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন। সেখানে দাঁড়িয়ে তাদের দু’জন প্রতিনিধিকে আমার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তারা কথা বলতে চাননি।”

Published on: জুন ১৩, ২০১৯ @ ১৫:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + = 17