‘মিটু’ অভিযানঃ এমজে আকবরের ইস্তফায় খুশি সেইসব মহিলা সাংবাদিকরা

Main দেশ
শেয়ার করুন

Published on: অক্টো ১৭, ২০১৮ @ ২০:৫৮

এসপিটি নিউজ ডেস্কঃ ২০ মহিলা সাংবাদিকের আনা অভিযোগের চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ইস্তফাই দিয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশ রাজ্যমন্ত্রী এমজে আকবর। ‘মিটু’র জেরে ইস্তফা দিয়েই তিনি জানিয়ে দেন তার বিরুদ্ধে অভিযোগ আনা ঐ ২০জনের বিরুদ্ধে আই্নি লড়াই শুরু করবেন। ইস্তফার বিষয়টি প্রকাশ্যে আসতেই তার বিরুদ্ধে অভিযোগ আনা সেইসিব মহিলা সাংবাদিকরা একের পর এক প্রতিক্রিয়া জানাতে থাকেন সোশ্যাল সাইটে।

‘মিটু’ অভিযান শুরু হতেই এমজে আকবরের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন মহিলা সাংবাদিক প্রিয়া রমানী। প্রিয়া ভোগ ম্যাগাজিনের হয়ে একটি প্রতিবেদনের সূত্রে এমজে আকবরের প্রসঙ্গে জানিয়েছেন। দ্বিতীয় মামলাটি করেন লন্ডনের এক সাংবাদিক রুথ ডেবিড। তার অভিযোগ, দিল্লিতে আকবর তার নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে জোর পূর্বক চুমু খেতে থাকেন।

আকবরের বিরুদ্ধে ‘মিটু’ অভিযানে তৃতীয় মামলাটি করেন আমেরিকার সাংবাদিক মজলি ডি পু ক্যাম্প। তার অভিযোগ- ২০০৭ সালে যখন তিনি ভারতে সিএনএন -এর হয়ে ইন্টার্নশিপের জন্য আসেন তখন এমজে আকবর তাকে নানাভাবে উত্তেজিত করতেন। তার সম্মতি ছাড়াই তিনি তাকে কাজে লাগাতেন। আকবরের বিরুদ্ধে চতুর্থ মামলাটি করেন তার পুরনো সহকর্মী সবা নকবী। ‘মিটু’র জেরে সবা অভিযোগ করেন, আকবর তাকে অফিসে ডেকে পাঠাতেন। এরপর তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিতেন।

পাঁচ নম্বর মামলাটি করেন এশিয়ান এজ পত্রিকায় তার জুনিয়র গজলা ওহাব।তিনি অভীযোগ করেন, চাকরির জন্য আকবর তাকে বিনা কোনও কারণ ছাড়াই তার কেবিনে ডেকে পাঠাতেন। এরপর তিনি আরও মারাত্মক অভিযোগ আনেন আকবরের বিরুদ্ধে। বলেন, কেবিনে ডেকে নিয়ে গিয়ে তিনি আমার সঙ্গে জবরদস্তি করতেন।

Published on: অক্টো ১৭, ২০১৮ @ ২০:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

85 − 76 =